চেন্নাইয়ের প্রশান্ত হাসপাতাল

  • কনক জ্যোতি, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রশান্ত হাসপাতালের চেয়ারপার্সন ডা. গীতা হরিপ্রিয়া, ডাইরেক্টর ডা. জি. গোপালস্বামী

প্রশান্ত হাসপাতালের চেয়ারপার্সন ডা. গীতা হরিপ্রিয়া, ডাইরেক্টর ডা. জি. গোপালস্বামী

ভারতের 'হেলথ ক্যাপিটাল' চেন্নাইয়ের অনেক হাসপাতালের মধ্যে প্রশান্ত হাসপাতাল (https://prashanthhospitals.org) আধুনিক, সুদক্ষ চিকিৎসা ব্যবস্থার জন্য স্বপ্ন সময়েই সামনের সারিতে চলে এসেছে।

অত্যাধুনিক প্রযুক্তি, সুদক্ষ চিকিৎসক, উন্নত সেবা, নান্দনিক পরিবেশ ও সাশ্রয়ী খরচের জন্য এই হাসপাতালকে 'টপ টেন'-এর মধ্যে ধরা হয়।

বিজ্ঞাপন

মাল্টিকেয়ার এই হাসপাতালে জটিল ও বিশেষায়িত চিকিৎসা ও অপারেশন সুলভে ও দ্রুত সময়ে করা যায় বলে ভারতীয়দের পাশাপাশি বিদেশি রোগীরা প্রচুর আসেন।

প্রশান্ত হাসপাতালের চেয়ারপার্সন ডা. গীতা হরিপ্রিয়া এবং ডাইরেক্টর ডা. জি. গোপালস্বামীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত সকল কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও গতিশীলতা বিধান করা হয়। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরীক্ষা এবং স্পেশালাইজড বিভাগের মাধ্যমে সেবা দেওয়া হয় প্রতিটি রোগীকে।

বিজ্ঞাপন

কিডনি, লিভার প্রতিস্থাপন ছাড়াও হেলথ স্কিনিং ব্যবস্থার অগ্রসরতার জন্য রোগীদের আস্থা অর্জন করেছে প্রশান্ত হাসপাতাল।

চেন্নাইয়ের ভেলাচেরি ও চেটপেট এলাকার দুটি সুবিশাল স্থাপনায় অবস্থিত প্রশান্ত হাসপাতাল একদল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কাজ করছে কোভিড প্রটোকল মেনে।

সরাসরি ও টেলিমেডিসিনের মাধ্যমে জটিল রোগ নির্ণয় ও নিরীক্ষার জন্য দেশি-বিদেশি রোগীদের চাহিদা মেটাচ্ছে এই হাসপাতাল।

প্রশান্ত হাসপাতাল কর্তৃপক্ষ শুধু চেন্নাই নয়, সমগ্র ভারতের মধ্যে স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।