ইতালি আনকোনা আ.লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি আওয়ামী লীগ মার্কে আনকোনা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস, ইতালির বিভিন্ন অঞ্চলের আ'লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগেও যথাযথ মর্যাদার সাথে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনের আহবায়ক ইসরাফিল মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আনকোনা আ'লীগের আহবায়ক সদস্য ও ফালকোনার কাউন্সিলর জসিম মৃধা।

প্রধান অতিথির ব্যক্তব্যে জসিম মৃধা বলেন, বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, 'বাংলাদেশ মানে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। বঙ্গবন্ধু একটি স্বপ্ন দেখতেন এবং সে স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশ স্বাধীন হওয়ার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে দেশ উন্নয়নের সকল ধরণের পদক্ষেপ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু পুরোপুরি বাস্তবায়নের আগেই তিনি উনার দুই কন্যা বাদে পরিবারের সকল সদস্যসহ শাহাদাত বরণ করেন। বাঙালি জাতির ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায়। এখন বঙ্গবন্ধু কন্যা নিজেই সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিয়োজিত আছেন।'

১৫ আগস্ট ১৯৭৫ তারিখে বঙ্গবন্ধুসহ শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে আনকোনা অঞ্চহলে বসবাসরত রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।