নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নিউইয়র্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্ক ব্লাড সেন্টার যৌথভাব স্বেচ্ছায় রক্তদান কর্মসূ্চি পালন করেছে। স্থানীয় সময় শুক্রবার (২০ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুইন্স প্লেস মল প্রাঙ্গনে চলে এ কর্মসূচি।

নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু এবং কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা উক্ত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে সিনেটর ল্যু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বাংলাদেশ সফরকালে তিনি স্বচক্ষে ৩২ নম্বরের দেয়ালে ঘাতকের বুলেটের চিহ্ণ দেখেছেন এবং আজকের এই দিনে তিনি সেই স্মৃতি স্মরণ করছেন। সিনেটর জন ল্যু জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্ত দান করেন। তিনি কনসাল জেনারেলকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি আরও বলেন, জাতির পিতার মানবতার আদর্শে অনুপ্রানিত হয়েই, তাঁর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়ের্কে করোনাজনিত কারণে রক্তের চরম সংকটকালে নিউইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় কনস্যুলেট এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। রক্তদান কর্মসূচি সফল করার জন্য তিনি সহযোগী নিউইয়র্ক ব্লাড সেন্টার, সিনেটর জন ল্যুসহ সকল রক্ত দাতা ও কমিউনিটি সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমান কনস্যুলেট কর্তৃক আয়োজিত এই রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দসহ কমিউনিটির সম্মানিত বিভিন্ন ব্যক্তিত্ব এ কর্মসূচিতে যোগ দেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সিনেটর জন ল্যু, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশী কমিউনিটিসহ অনেক বিদেশী আমেরিকান স্বেচ্ছায় রক্ত দান করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্বন্ধে জানেন। কনস্যুলেট কর্তৃক প্রত্যেক রক্ত দাতাকে রক্তদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়।

করোনা মহামারীর কারণে নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী এলাকায় রক্তের বর্তমানে বিপুল সংকট রয়েছে। রক্তের এই সংকট নিরসনে কনস্যুলেট নিউ ইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় এই তাৎপর্যপূর্ণ আগস্ট মাসে রক্ত দান কর্মসূচীর উদ্যোগ নেয়। কনস্যুলেট জেনারেল ভবিষ্যতেও কমিউনিটির চাহিদা অনুযায়ী এ ধরণের সেবা কার্যক্রম অব্যাহত রাখবে বলে কনসাল জেনারেল জানান।