ইতালির শ্বাসরুদ্ধকর জয়, আনন্দে মেতেছে প্রবাসীরাও

  • ইসমাইল হোসেন স্বপন, বার্তা২৪.কম, ইতালি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার পর ইউরো শিরোপা জয়ের আনন্দে মেতেছে ইতালি।

রোববার (১১ জুলাই) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে ইতালি।

বিজ্ঞাপন

থ্রিলিং, রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধশ্বাস ম্যাচে ইতালির জয়ের আনন্দে জাতীয় পতাকা, আতশবাজি, রঙ, পটকা বাজি, বাশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েন হাজার হাজার ইতালিয়ান নাগরিক।

ইতালির বিজয় হওয়ার পর মুহূর্তের মধ্যেই দেশটির রাজধানী রোম, মিলান, ভেনিসসহ সব কয়টা শহরেই মিছিলে মিছিলে হাজারো দর্শক মাতোয়ারা হয়ে ওঠে। ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়েন তারা। সবাই পরিবার নিয়ে গাড়িতে করে র‌্যালি ও মিছিল করতে থাকেন এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জমায়েত হতে থাকেন

বিজ্ঞাপন

ইতালির জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে উল্লসিতরা রোমের কলোসিয়াম সেন্টারে এসে বাদ্য বাজনা বাজিয়ে নেচে গেয়ে উল্লাস করে সর্বস্তরের মানুষ। এসব মিছিলে ছোট বড় ছেলে মেয়েদের সাথে উল্লাস করতে ভুল করেনি বুড়োরাও।

এসময় রোম ও ভেনিস শহরের রাস্তায় বিজয়ের আনন্দে গাড়ি, পিক আপ, ভ্যান দিয়ে মিছিল ও পতাকা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন তারা। আবার কেউ কেউ বিভিন্ন ধরনের রঙ আর পটকাবাজি ফুটিয়ে প্রকম্পিত করে তুলেছে গোটা শহর। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সাথে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরাও। ৫৩ বছর পর ইতালির ইউরো শিরোপা জয়ে বেশ উচ্ছ্বসিত তারা।