ইতালিতে বাংলাদেশি নারীদের ঈদ পুনর্মিলনী

  • ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালিতে বাংলাদেশি নারীদের ঈদ পুনর্মিলনী

ইতালিতে বাংলাদেশি নারীদের ঈদ পুনর্মিলনী

ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী নারীরা।

ইতালিতে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে শনিবার (১৫ মে) রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি নারীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নারী নেত্রী মেহেনাস তাব্বাসুম শেলির উদ্যোগে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী লায়লা শাহ, নার্গিস হাওলাদার, ফাতেমা কবির, সুলতানা নিগার মিতা, নাসরিন চৌধুরী, রওশন আরা, জাকিয়া উল্লাহ, সায়েরা বানু রানি, ফারিয়া আঁখি, দিনা ইসলাম, সনজিদা বাছের, মলিন তাহের, শিল্পী চৌধুরী, লিমা আক্তার, রিনা আক্তারসহ আরও অনেকই।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত নেত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানে।