মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতিবার থেকে পার্থিব সুখ বাড়তে চলেছে। উদ্যম পূর্ণ হবেন। দাম্পত্য জীবনে প্রেম-ভালোবাসার প্রাচুর্য থাকবে। পারিবারিক ব্যয় বাড়বে। সে দিকে খেয়াল রাখতে হবে। লেনদেন সংক্রান্ত কোনো বিষয় আপনাকে বিরক্ত করতে পারে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। কিছু কাজ শেষ করতে সমস্যায় পরবেন।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : আর্থিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো যাবে। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন করেন তবে তা আপনার পক্ষে ভাল হবে। পরিবারের কোনো সদস্যর থেকে সারপ্রাইজ পেতে পারেন। এমুহূর্তে ব্যবসায়ে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অন্যের কথায় গা ভাসাবেন না। আপনি প্রতারিত হতে পারেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : মিথুন রাশির জাতকরা তাদের কাজের জন্য কিছু পুরস্কার পেতে পারেন। কাজের জন্য প্রশংসিত হবেন। আপনার কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। রোজগার নিয়ে চিন্তিত মানুষজন সমস্যা থেকে মুক্তি পাবেন। পরিবারে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।আজকে যানচলাচলের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : কর্কট রাশির জাতকদের জন্য স্বস্তি ও সুযোগ-সুবিধা বাড়তে চলেছে। স্ত্রীর সঙ্গে আপনার কর্ম সমস্যা নিয়ে আলাপ না করাই শ্রেয়। ভুল পথে চালিত হতে পারেন। এ বিষয়ে পরিবারে মুরুব্বি স্থানীয় সাথে কথা বলতে পারেন। ভাল পরামর্শ দিতে পারেন। সন্তান দ্বারা আপনার প্রত্যাশা পূরণ নাও হতে পারে। অবিবাহিতরা প্রেমে সঙ্গীর মন পাবেন।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতকদের জন্য দিনটি ভালো যাবে। আপনাকে আপনার কাজে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তবেই আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আপনার স্বাস্থ্যের ওঠানামার কারণে আপনি কিছুটা চিন্তিত থাকবেন। ব্যবসায় আপনার কোনো পরিকল্পনা থেকে আপনি ভালো সুবিধা পাবেন। আপনি আপনার ভাই বা ভাতৃস্থানীয়া জন্য ব্যবসা শুরু করতে পারেন।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কর্কট রাশির জাতকদের নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি ধর্মকাজে যুক্ত হবেন। খ্যাতিলাভ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসিত হবেন। পারিবারিক সমস্যা নিয়ে কিছুটা টেনশন থাকবে। আপনার কোনো গোপন কথা দীর্ঘদিন গোপন থাকলে তা পরিবারের সদস্যদের সামনে বেরিয়ে আসতে পারে। আপনার স্ত্রীর আপনার কথায় খারাপ লাগবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার ভাইয়ের সঙ্গে আলোচনা হতে পারে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : তুলা রাশির জাতকদের জন্য দিনটি প্রভাব ও গৌরব বাড়াতে চলেছে। নতুন কোনো কাজ শুরু করা আপনার জন্য ভালো হবে। আপনি সঠিক লোকের কাছ থেকে নির্দেশনা পাবেন। আপনার পারিবারিক বিষয়ে বাইরের কারো সঙ্গে কথা বলতে যাবেন না। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সেটিও শেষ হতে পারে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : রাজনীতিতে কর্মরত বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ দিন হতে চলেছে। কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা পড়াশোনায় এক ধরনের অসাবধানতা দেখাতে পারে, যার ফল পরবর্তীকালে ভোগ করতে হবে। আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনার একটু বেশি দায়িত্ব থাকবে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মাঝারি ফলদায়ক হতে চলেছে। আয় বৃদ্ধিতে আপনি খুশি হবেন। আপনার দীর্ঘদিনের অমীমাংসিত কিছু কাজ শেষ হবে, তবে আপনার কিছু প্রতিপক্ষ আপনাকে সমস্যায় ফেলতে পারে। লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : মকর রাশির জাতক জাতিকাদের পার্টনারশিপে কিছু কাজ করার জন্য দিনটি শুভ দিন হতে চলেছে। কোনো আইনি বিষয় আপনাকে সাফল্য দেবে, যা আপনার সম্পত্তিও বাড়িয়ে দেবে। আপনি যদি আগে কোনও বিনিয়োগ করে থাকেন তবে তা থেকে ভাল লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধি করবে।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ১৯ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কঠোর পরিশ্রমের দিন হবে। ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যোগাযোগ হতে পারে। তাড়াহুড়ো করে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়। কিছু অপরিচিত মানুষের সঙ্গে দেখা হবে। সহার্মীর স্বাস্থ্য অবনতির কারনে মনকষ্ট দেখা দেবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। অসাবধানতা দেখালে সমস্যা বাড়তে পারে। পারিবারিক সমস্যার কারণে আপনার টেনশন বাড়বে। আপনার খরচ বেশি হবে, যা আপনাকে কষ্ট দেবে। পিতা মাতার দোয়ায় অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। আজ কারো সঙ্গে টাকা লেনদেন করবেন না।
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনের শুরুটা খুব একটা সুখকর নাও হতে পারে। কিছু অপ্রীতিকর সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা করতে হতে পারে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যক্তিগত সমস্যা সমাধানে আরও মনোযোগ দিতে হবে। ব্যবসায় উন্নতির পথ সুগম হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় বিষয় মনযোগ বাড়বে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : সন্তান দ্বারা সুখ বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ থাকবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। প্রযুক্তিগত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্দেশ পেতে পারেন। ব্যবসায় নতুন সহযোগী তৈরি হতে পারে। শিল্পে অগ্রগতি, লাভের সম্ভবনা। কোনও প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে বাধার সম্মুখীন হতে পারেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আনন্দ পার্টির বিষয় পরিকল্পনা করতে পারেন। প্রতিযোগিতামুলক পরীক্ষায় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন সহকর্মী তৈরি হবে। ব্যবসায়ক্ষেত্রে নিষ্ঠা বাড়বে। কলাশিল্প ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। আইনি সমস্যা থেকে সতর্ক থাকুন।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : জমি সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সহযোগিতা ও সাহচর্য থাকবে। কঠোর পরিশ্রমের পরেও কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় আয় বাড়াতে হলে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায় ধীরগতি থাকবে। কর্মযোগে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ কাজের সাফল্য থাকবে। মনের সুখ বাড়াবে। কর্মসংস্থানের সন্ধান সম্পন্ন হবে। রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তি বিশেষ কোনও ব্যক্তির কাছ থেকে নির্দেশনা ও সাহচর্য পাবেন। ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি সুবিধা পাবেন।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কর্মক্ষেত্রে কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। রাজনীতি চর্চায় অতিরিক্ত কথাবার্তা সমস্যায় ফেলতে পারে। ব্যবসায়িকদের ঝামেলার সম্মুখীন হতে হবে। সহ কর্মীদের পারস্পরিক সহযোগিতা পাবেন। প্রতিবেশির কাছে সুনাম বাড়বে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : আজ কোনও উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে স্থানান্তর হতে পারে। ঊর্ধ্বতন ব্যক্তির কাছ থেকে নির্দেশনা ও সাহচর্য পাবেন। প্রতিকূল পরিস্থিতির জন্য ধৈর্য ধরুন। সময়মতো সমস্যা সমাধান হবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্মযোগে ব্যর্থতার মাঝেও সাফল্য পাবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : চাকরিক্ষেত্রে গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। চাকরিতে কোনও গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। চিন্তা না করে ব্যবসায় কোনও পরিবর্তন করবেন না। কর্ম ও ব্যবসার ক্ষেত্রে বাধা কমবে।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ব্যবসায় নতুন অংশীদারী সন্ধান পেতে পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসবে। সহকর্মীর সহযোগিতায় কর্মক্ষেত্রে বাধা দূর হবে। ব্যবসায়িকরা মোটের উপর সফল। গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহেলা করা আপনার অভ্যেসে দাড়িয়েছে। নিজেকে পরিবর্তন করুন। না হলে সমস্যায় পড়তে হবে। নতুন কর্মসংস্থানে পদোন্নতি হবে। ব্যবসায় আয় বৃদ্ধি।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভবনা বাড়ছে। কোনো সহকর্মী দ্বারা বিভ্রান্ত হতে পারেন। আপনাকে আরও সতর্ক থাকতে হবে। ঊর্ধ্বতনের স্নেহ পাবেন। অলাভজনক প্রকল্পগুলো সুবিধা পাবেন ব্যবসায়ীরা। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য ও সম্মান পাবেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : ব্যবসায় নতুন সহযোগী তৈরি হবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। তবে কর্মক্ষেত্রে শান্ত থাকতে হবে। জীবিকার সন্ধান সম্পন্ন হবে। বাড়ি নির্মাণ কাজের সঙ্গে যুক্তরা খুব একটা সাফল্য পাবেন না। ব্যবসায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটি সাধারণ সুখ ও উন্নতি থাকবে। ব্যক্তিগত পরিস্থিতি মাথায় রেখেই গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিন। সামাজিক কর্মকাণ্ডে আরও সচেতন হতে হবে। আচরণ ভালো করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আজ অন্যের উপর বা সহকর্মীর ছেড়ে দেবেন না। বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় পরিবর্তন আসবে। পদমর্যাদা বৃদ্ধি পাবে।
নতুন বছর অর্থাৎ ২০২৫ সাল শীঘ্রই আসতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নতুন বছরে শনি গ্রহ কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি নতুন বছরের ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৫ সালে প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্র মাসের অমাবস্যায়। সূর্যগ্রহণ ও শনির ট্রানজিটের বিরল সংমিশ্রণ ঘটবে। সূর্যগ্রহণ এবং শনি গ্রহের বিরল সংমিশ্রণ ৫ রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
মেষ রাশি : নতুন বছরের মার্চের পর থেকে আপনার আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। এরই সঙ্গে লেখালিখি, সঞ্চালক ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত লোকেদের এই সময় খুবই অনুকূল থাকবে। এর সঙ্গে নতুন চাকরি পেতে পারেন। চাকুরিজীবিদের পদোন্নতি হবে। এই সময় আপনি আটকে থাকা অর্থ পেতে পারেন। আপনার আর্থিক পরিস্থিতি ভাল হবে। পরিবারের নতুন সদস্য আসতে চলছে। দাম্পত্য যোগ শুভ।
মিথুন রাশি : ব্যবসায় লাভ বাড়বে। থেমে থাকা কাজে হঠাৎ গতি আসবে। আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। ব্যবসায় বিনিয়োগ থেকেও লাভবান হবেন। যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন। বিয়ের প্রস্তাব পাবেন। চাকরিজীবীরা উন্নতির যথেষ্ট সুযোগ পাচ্ছেন।
সিংহ রাশি : আপনার কাজ ব্যবসায় উন্নতি আসছে। এর সঙ্গে চাকরি ব্যবসায় জড়িত ব্যক্তিদের অর্থ লাভের সম্ভবনা বাড়বে। এই সময় চাকুরিজীবিদের পদোন্নতি হবে। কর্মস্থানে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের ভাল অর্থলাভ হবে। নতুন ব্যবসার পরিকল্পনা মনে আরও জেঁকে বসবে। দাম্পত্য যোগ মোটের উপর শুভ। যারা এখনও সিঙ্গেল তারা প্রেম প্রস্তাব পেতে চলেছেন।
ধনু রাশি : সূর্যগ্রহণ এবং শনি গ্রহের বিরল সংমিশ্রণের শুভ প্রভাবের কারণে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। নতুন বছরে অর্থনৈতিক সুবিধা এবং অগ্রগতির সুযোগ আসবে। ব্যবসায়ীদের দৈনিক আয় বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা রূপ পাবে। দাম্পত্য জীবন সুখের হবে। নিঃসন্তানের সন্তান ভাগ্য জোরালো হবে। নতুন বছরে আপনি কিছু ভালো খবর পেতে পারেন। যা আর্থিক দিক থেকে শুভ হবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অবসান হবে।
মকর রাশি : সূর্যগ্রহণ এবং শনি গ্রহের বিরল সংমিশ্রণ এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হচ্ছে। নতুন বছরের মার্চের পর থেকে পাওনাগুলো পেতে শুরু করবেন। সম্পত্তি বৃদ্ধি হবে। আয় বাড়বে। আইনি ঝামেলায় সাফল্য আসবে। ব্যবসায়ীদের অমীমাংসিত কাজ শেষ হবে। দাম্পত্য জীবন মধুর হবে।
জ্যোতিষ মতে, প্রতিটি রাশির বিশেষ শুভ একটি রঙ রয়েছে। সেই রঙের পোশাক যদি জাতক বা জাতিকারা পরেন বা ব্যবহার করেন, তা হলে ভাগ্য খুলবেই। অনেকক্ষেত্রে ওই রঙের পোশাক পরা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে ওই রঙের কাপড়, ধাতু অথবা রত্ন ব্যবহার করতে পারেন। জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোনও রঙ শুভ।
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের শুভ রঙ হলো লাল বা লালচে বা গোলাপ। তাই মেষ রাশির জাতকরা এই রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন। নতুন বছরের শুরুটা যদি গোলাপী রঙের ওপর বিশেষ গুরুত্ব দেন তাহলে উন্নতি অনিবার্য।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : বৃষ রাশির জাতকের শুভ রঙ হলো গাঢ় সবুজ বা হাল্কা নীল। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই রঙের প্রভাব অনেকখানি। এই ধরনের রঙ ব্যবহারে আপনারা বাজিমাৎ করবেন। মনে রাখবেন নীল ও সবুজ রং আপনার উন্নতি কারক। তবে এই রঙের সাথে মাঝে মধ্যে গোলাপী রঙের ছোয়া পেলে বিশেষ উন্নতি হবেই।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ হল সবুজ এবং হলুদ। এই দুই রঙের পোশাক পরলে মিথুন রাশির জাতকদের ভাগ্য বদলাবে। আপনার জীবনের সবুজ রঙের গুরুত্ব অনেকখানি। সাফল্য আনবেই। শুভ বা বিশেষ কাজে এই রঙের পোশাক ব্যবহার করতে পারেন।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : কর্কট রাশির শুভ রং হল সাদা। আপনার জীবনের খাতায় সাদা রঙের গুরুত্ব অপরিসীম। পোশাক বা যেকোনো উপায়ে সাদার সান্নিধ্যে কপাল খুলবেই। তবে অনেকক্ষেত্রে আকাশি রঙও শুভ। তবে সাদার ওপর বেশি জোর দেওয়া ভাল ফল আনবে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং হল গাঢ় লাল, সোনালি এবং কমলা। শুভ কাজে এই রঙের পোশাক বা কাপড়ের টুকরো রাখলে ভাগ্যোদয় হবেই। তবে লাল রঙও অনেকক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ। শুভ কাজে লাল সাথে রাখুন। বিপদ নাশ হবে।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কন্যা রাশির জন্য শুভ রঙ হল গাঢ় বাদামি বা বাদামি, হালকা সবুজ। এই রঙ কন্যা রাশির জাতকদের জন্য শুভ। এই রঙের পোশাক পরলে ভাগ্য চমকাবেই। বুধবার সবুজ অবশ্যই সঙ্গে রাখবেন। কিন্তু অন্যান্য দিনগুলোর জন্য নীল, হলুদ বেগুনী ইত্যাদি রং শুভ।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল সাদা, গোলাপি এবং ঘিয়ে রঙ। এই রঙ আপনার ভাগ্যোদয় ঘটাবে। এই রঙ ব্যবহারে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রের বিশেষ দিনে এই রঙগুলো আপনার গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : বৃশ্চিক রাশির জন্য শুভ রং হল লাল, মেরুন, কালো বা কালচে ধূসর। এই রঙের পোশাক পরলে ভাগ্যোদয় হবে। তবে শুভ কাজে যাওয়ার আগে লাল রঙ আপনার ক্ষেত্রে পারফেক্ট। প্রয়োজনের সাথে রাখুন লাল রঙ।
ধনু / স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ধনু রাশির জাতকদের জন্য শুভ রঙ হল গাঢ় নীল এবং বেগুনি। এই রঙের পোশাক পরলে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। অনেক ক্ষেত্রে হলুদ রঙও সাফল্য এনে থাকে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : কালো রঙ আপনার জন্য ভাল। বিশেষ করে শনিবার। তবে বাকি দিনগুলোয় অন্যান্য রঙ ব্যবহার করা যেতে পারে। মকর রাশির জাতকদের জন্য শুভ রং হল কালো, গাঢ় বাদামি। এছাড়া ধূসর রঙের পোশাক পরলে লাভের মুখ দেখবেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : কুম্ভ রাশির জন্য শুভ রঙ হল হাল্কা নীল, আকাশি নীল। এই রঙের পোশাক পরলেই শুভ প্রভাব পড়বে। নীল,কালো বা বেগুনী রঙ অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বৃহস্পতিবার সবুজ রঙ আপনাকে শুভ সংকেত দেবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : আপনি সব রঙের অধিপতি। যেকোন রঙ আপনার জন্য শুভ। তবে বিশেষ লাভ দেবে বেগুনি বা পারপেল। এই রঙের পোশাক পরলে ভাগ্যের চাকা ঘুরবেই। বেগুনি, হালকা সবুজ শুভ হলেও বৃহস্পতিবার হলুদ রঙ অত্যন্ত শুভ। নতুন দিক উন্মোচন ঘটাবে।