চিকিৎসকদের ৩০০ পিপিই দিলো পিএইচপি ফ্যমিলি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে চিকিৎসকদের ৩০০ পিপিই দেওয়া হয়েছে

পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে চিকিৎসকদের ৩০০ পিপিই দেওয়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ থেকে চিকিৎসকদের নিরাপত্তায় ৩০০টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে পিএইচপি ফ্যামিলি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের কাছে ও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বুধবার (১ এপ্রিল) পিপিইগুলো হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের ডিডি ডা. আফতাব ও সিভিল সার্জন কার্যালয়ের ডিডি ডা. অসিম কুমার নাথ পিপিই গ্রহণ করেন।

পিএইচপি ফ্যমিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, করোনাভাইরাসের মতো মহামারি প্রতিরোধে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

দল ও মত নির্বিশেষে অসহায়দের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পিএইচপি পরিবার সবসময় মানুষের পাশে থাকবে।

প্রসঙ্গত, সুফি মোহাম্মদ মিজান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ১০ হাজার অসহায় পরিবারকে আগামী এক সপ্তাহ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে তার পক্ষ থেকে।

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে সরকার এ বছর একুশে পদকে ভূষিত করেছে। একুশে পদকের সঙ্গে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে তিনি করোনাভাইরাসের চিকিৎসায় দিয়ে দিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের হাতে ওই অর্থ হস্তান্তর করা হয়েছে।