Seminar on uterine operations at Ad-Din Medical College

আদ্-দ্বীন মেডিকেল কলেজে জরায়ু অপারেশন বিষয়ক সেমিনার

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আদ্-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার, ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন মেডিকেল কলেজে সেমিনার, ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজে জরায়ু অপারেশনের সময় সাবধানতা অবলম্বন করা (ইউরোগাইনোকলজিক্যাল ইমার্জেন্সি) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনাররে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: ফারজানা ইয়াসমিন।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: আফিকুর রহমান। তিনি বলেন, আমাদের দেশে জরায়ু অপারেশনের সময় মূত্রনালি এবং কিডনি ক্ষতিগ্রস্ত অধিকাংশ রোগী মারা যান। সঠিক সময়ে সঠিক জায়গায় না নিয়ে আসলে এধরনের দুর্ঘটনা ঘটে। তাই সুচিকিৎসা পেতে যথাসময়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস-প্রিন্সিপাল প্রফেসর ডা: আশরাফুজ্জামান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের ডিরেক্টর জেনারেল ডা: নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশন এর ডিরেক্টর মেডিকেল এডুকেশন ডা: আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধান, ডাক্তার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ডা: মাহমুদা হাসান।

বিজ্ঞাপন