প্রয়াত কথাসাহিত্যিক দেবেশ রায়

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কথাসাহিত্যিক দেবেশ রায়/ছবি: সংগৃহীত

কথাসাহিত্যিক দেবেশ রায়/ছবি: সংগৃহীত

চলে গেলেন কিংবদন্তি কথাসাহিত্যিক দেবেশ রায়। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে কলকাকতার তেঘরিয়া অঞ্চলের ঊমা নার্সিংহোমে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এর আগে বুধবার ডিহাইড্রেশানজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভার্টিগোজনিত সমস্যার কারণে শারীরিক ভারসাম্যে অভাবেও ভুগছিলেন।

বিজ্ঞাপন

দেবেশ রায়ের জন্ম ১৭ ডিসেম্বর, ১৯৩৬ সালে। বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে। কিন্তু বেড়ে ওঠেন উত্তরবঙ্গে। তার প্রথম উপন্যাস ‘যযাতি’। এছাড়া নিরস্ত্রীকরণ কেন, উদ্বাস্তু, সময় অসময়ের বৃত্তান্ত, কলকাতা ও গোপাল, শরীরে সর্বস্বতা, তিস্তাপুরাণ, বরিশালের যোগেন মণ্ডল এবং তিস্তাপারের বৃত্তান্ত উল্লেখযোগ্য। ১৯৯০ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান।