শীতে মায়াবী হলদে আলোর হাতছানি

  • স্টোরি ও ফটো: মানসুরা চামেলী ও সৈয়দ মেহেদী হাসান
  • |
  • Font increase
  • Font Decrease

শীতে মায়াবী হলদে আলোর হাতছানি, ছবি: বার্তা২৪

শীতে মায়াবী হলদে আলোর হাতছানি, ছবি: বার্তা২৪

নারায়ণগঞ্জ রূপসীর পেরাবো বাজার। বিস্তীর্ণ ও নিস্তরঙ্গ মাঠ। শুধু মাইলের পর মাইল হলদে চাদর বিছানো। সবুজ শ্যামল ও ঋতু বৈচিত্রের এ দেশে নয়নাভিরাম এ দৃশ্যের অবতরণা করেছে সরিষা ফুল। দেখলে মনে হবে খেত জুড়ে চলছে হলুদের মায়াবী আলোর খেলা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546346181157.jpg

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের এ এলাকায় প্রকৃতির নির্মল বাতাসে ভেসে বেড়াচ্ছে সরিষা ফুলের মাতাল করা ঘ্রাণ। মধু সংগ্রহ করতে ফুলে নিমগ্ন মৌমাছি ও ভ্রমর। শব্দ করলেও তাদের ধ্যান ভঙ্গ হচ্ছে না, যেন ফুলে সঙ্গে গভীর প্রেমে মগ্ন ভ্রমর।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546345860196.jpg

নতুন বছরের প্রথমদিনেই বই উৎসবে মেতেছে সারাদেশ। নতুন বই বুকে চেপে সরিষার খেতের ভেতর দিয়ে ছুটতে দেখা গেলো উচ্ছ্বসিত কিশোরকে। তখন নতুন বই ও সরিষা ফুলের ঘ্রাণে মাতোয়ারা দুরন্ত কিশোর। চোখে মুখে ছিলো আনন্দের ঢেউ খেলানো হাসি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546346703882.jpg

সময়টা দুপুর, প্রকৃতিতে শীতের সোনালী রোদের পরশ। রোদের কারণে সরিষা ফুলের রূপের দ্যুতি আরো বেড়ে গেছে। সঙ্গে মৃদু হওয়ায় কচি সরিষা ফুলের দোল। প্রকৃতি প্রেমীরা শুধুমাত্র এ দৃশ্য দেখার জন্য দূর-দুরান্ত থেকে ছুটে আসে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546346586631.jpg

সরিষা ফুলের হলুদ গালিচা মোড়ানো এসব খেতে গবাদি পশু তেমন একটা দেখা যায়না। তবে পেরাবো বাজারের এ সরিষা খেতে মা ছাগল বাঁধা দেখা গেলো। যতদুর নাগাল পায়, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সরিষা গাছ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/01/1546346215419.jpg

প্রকৃতি প্রেমীদের বলি, শীতের সরিষার রূপ দেখতে আপনাদের খুব দূরে যেতে হবে না । ঢাকার খুব কাছেই দোহার, তিনশ ফিট, নারায়ণগঞ্জ, আরেকটু দূরে যেতে চাইলে সরিষার রাজধানী মানিকগঞ্জ ঘুরে আসুন। বলে রাখছি, পাহাড়, সমুদ্র, বন-বাদুড়ে ঘোরার যে আনন্দ হয়ত সে আনন্দ পাবেন না, তবে ‘সরিষা ফুল; হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেবে।