বাবারা সব পারে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বাবারা সব পারে’ নাটকের দৃশ্য

‘বাবারা সব পারে’ নাটকের দৃশ্য

পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে বাবার অবদান অপরিসীম। কখনো কখনো একজন বাবা তার সন্তানের জন্য এমন কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তত হয়। যা একমাত্র তার পক্ষেই সম্ভব। এবার ঈদে সেই বাবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বাবারা সব পারে’।

পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস এম কামরুজ্জামান সাগর।

বিজ্ঞাপন

অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, শানেরাই দেবী শানু, স্বপ্নীল সাজ্জাদসহ আরো অনেকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, “সাগরের সাথে আমার পরিচয় দীর্ঘ দিনের। কিন্তু এই প্রথম আমি তার সাথে কাজ করলাম। আমি বরাবরই আমার কাজের ক্ষেত্রে, গল্পকে প্রাধান্য দিয়ে থাকি। আর এই গল্পটি এক কথায় আমার কাছে চমৎকার লেগেছে। আর সাগরের নির্মাণে বরাবরই মুন্সিয়ানা থাকে। আমি অনেক তৃপ্তি পেয়েছি এই কাজটি করে।”

অভিনেতা শতাব্দী ওয়াদুদ বলেন, “আমি এর আগে সাগর ভাইয়ের সাথে কাজ করেছি। তার ইউনিট অনেক গোছানো। তার নির্মাণে একটি ফিল্মি ব্যাপার কাজ করে। যা নিঃসন্দেহে প্রংশার দাবী রাখে।”

আসছে ঈদুল আজহার অনুষ্ঠানমালায় নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।