সুস্মিতার প্রত্যাবর্তনের একঝলক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

দীর্ঘ পাঁচ বছর পর আবার অভিনয়ে ফিরছেন সুস্মিতা সেন। সবশেষ ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘নির্বাক’-এ দেখা গেছে তাকে। এবার ‘আরিয়া’ নামে একটি সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে আবার প্রত্যাবর্তন করছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘আরিয়া’র টিজার। সেটি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের প্রত্যাবর্তনের একঝলক দেখিয়েছেন তিনি। এর ক্যাপশনে ৪৪ বছর বয়সী এই তারকা লিখেছেন- “আপনারা ডেকেছেন আমি চলে এসেছি।”

বিজ্ঞাপন

সিরিজটির টিজার প্রকাশের পাশাপাশি সুস্মিতা তার ভক্তদের কাছে জানতে চেয়েছেন এর গল্প সম্পর্কে। সিরিজটি কোন গল্পের ভিত্তিতে নির্মিত হয়েছে সেটি সম্পূর্ণ বলতে না পারলেও তার কাছাকাছিও যদি কেউ যেতে পারে তাহলে তার সঙ্গে লাইভ আড্ডা দেবেন সুস্মিতা।

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন ‘নির্জা’ ছবির লেখক রাম মাধভানি।

বিজ্ঞাপন