এই ঈদে দীপু হাজরার ৩ নাটক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঈদে দীপু হাজরার ৩ নাটক

ঈদে দীপু হাজরার ৩ নাটক

প্রতি বছর ঈদকে কেন্দ্র করে নির্মিত হয় প্রায় ৫০০ এর বেশি নাটক। তবে এবারের ঈদটা একটু ভিন্ন। দেশের করোনা পরিস্থিতিতে ২২ মার্চ থেকে বন্ধ আছে টিভি নাটকের শুটিং। সেকারণে ঈদ উপলক্ষ্যে সেভাবে নির্মিত হয়নি কোন নাটক।

তবে এমন পরিস্থিতির মধ্যেও ঈদুল ফিতরে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা দীপু হাজরা হাজির হচ্ছেন ভিন্ন গল্পের ৩ নাটক নিয়ে। যদিও এসব নাটকের শুটিং শেষ হয়েছে মার্চের মাঝামাঝি সময়ের আগেই।

বিজ্ঞাপন

এবারের ঈদের নাটক প্রসঙ্গে দীপু হাজরা বার্তা২৪.কমকে বলেন, ৩টি নাটকই পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

সাক্ষী হাজির
অভিনয় করেছেন আখম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, কচি খন্দকার, মিলন ভট্ট, এস আই শহীদ,স্বর্নালী তন্বী, সুজিত বিশ্বাস, ধনু মিয়া ইমরান হোসনে তুহিন সহ আরও অনেকে।
নাটকটি ঈদের দিন সকাল ১১ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

মিরাজ তুই মরিসনে ক্যা
অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, নাবিলা ইসলাম, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি, সুজিত বিশ্বাস, মিলি মুন্সীসহ অনেকে।
নাটকটি বাংলাভিশনের ঈদ আয়োজনে পঞ্চম দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

বউ নিখোঁজ
অভিনয় করেছেন আখম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়া সহ আরো অনেকে।
ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১১ টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।