করোনায় ‘বঙ্গ’র মাসে ভিউ ১ বিলিয়ন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

১ বিলিয়ন ভিউ-এর মাইলফলক স্পর্শ করলো বঙ্গ

১ বিলিয়ন ভিউ-এর মাইলফলক স্পর্শ করলো বঙ্গ

বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘বঙ্গ’ দর্শকদের ভালোবাসা ও আস্থায় সম্প্রতি নতুন মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি ভিডিও স্ট্রিমিং সার্ভিসটি মাসিক ১ বিলিয়ন ভিউ এর মাইলফলক অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বঙ্গ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মাইলফলকটি অর্জন করেছে বঙ্গ অ্যাপ এবং ইউটিউবের পার্টনার প্ল্যাটফর্ম ও ক্রিয়েটর নেটওয়ার্কের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। শুধু তাই নয়, একইসাথে ইউটিউব নেটওয়ার্কে ‘বঙ্গ স্টুডিওস’ ১০০ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। বঙ্গ স্টুডিওসে মূলত প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে থাকে। সম্প্রতি করোনা মহামারীতে মানুষের ঘরে থাকাকে উৎসাহিত করতে বঙ্গ তার সকল কন্টেন্ট-এর সাবস্ক্রিপশন ফি উন্মুক্ত করে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির এমন অর্জন প্রসঙ্গে এর প্রধান পরিচালন কর্মকর্তা জনাব ফায়াজ তাহের বলেন, বাংলাদেশের একটি প্রতিষ্ঠান হিসেবে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ এবং বিশাল একটি অর্জনও বটে। বছরের পর বছর ধরে আমাদের কঠোর পরিশ্রম এই অর্জনে ক্রমান্বয়ে ভূমিকা রেখেছে । বিগত বছরগুলো ধরে আমরা স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্যার্থে দর্শক বৃদ্ধি করা, মনিটাইজেশন এবং কপিরাইট প্রয়োগের ক্ষেত্রে নিজেদের দক্ষতা গড়ে তুলেছি। আমরা বিজ্ঞাপনদাতাদেরও আমাদের সাথে সরাসরি কাজ করার আহ্বান জানাচ্ছি।

এমসিএন নেটওয়ার্কের আওতাধীন হওয়ায় ইতোমধ্যেই বঙ্গ দেশ সেরা ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও এর কর্পোরেট ক্লায়েন্টসহ প্রায় ৫টি দেশে মোট ৪৫০টিরও বেশি চ্যানেল পরিচালনা করছে। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদী, স্যালমন দ্য ব্রাউনফিশ, পারিজাত, প্রত্যয় হিরন, হৃদি শেখ এবং দেশের সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের চ্যানেলসহ আরো কয়েকটি চ্যানেল। এছাড়াও স্থানীয় মিডিয়া কোম্পানি জাজ মাল্টিমিডিয়া, ফাহিম মিউজিক এবং মাছরাঙ্গা টেলিভিশনের মতো চ্যানেলও এখন বঙ্গ-এর সাথে যুক্ত হয়ে কাজ করছে।


আরও পড়ুন: করোনার দিনগুলোতে ফ্রী দেখুন ‘বঙ্গবিডি’


চলমান করোনা প্রতিরোধে মানুষের হোম কোয়ারেন্টাইন ও সেলফ আইসোলেশনের দিনগুলোকে বিনোদনময় করে তুলতে এগিয়ে এসেছে বঙ্গ। তাই এখন বঙ্গ-এর সব ব্লকবাস্টার সিনেমা, নাটক ও অন্যান্য বিনোদনের মাধ্যমগুলো দর্শকেরা উপভোগ করতে পারবেন একদম ফ্রি-তে। বাংলাদেশের বিনোদন জগতে বঙ্গ-এর পথচলা শুরু হয় ২০১৩ সালে। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, ইউটিউব শো- বিনোদনধর্মী প্রভৃতি অনুষ্ঠানের ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে বঙ্গ।