১ কোটি ডলার অনুদান দিলেন অপরাহ

  করোনা ভাইরাস
  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপরাহ উইনফ্রে

অপরাহ উইনফ্রে

করোনাভাইরাস ত্রাণ তহবিলে ১ কোটি ডলার অনুদান দিয়েছেন মার্কিন অভিনেত্রী অপরাহ উইনফ্রে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এই অনুদানের ঘোষণা দিয়ে আমেরিকার অন্যতম ধনী এবং প্রভাবশালী নারী উইনফ্রে বলেন, “এই দেশটির যে শহরগুলোতে আমি বেড়ে উঠেছি সেই আমেরিকার সহায়তার জন্য আমি ১ কোটি ডলার অনুদান দিচ্ছি।”

বিজ্ঞাপন

৬৬ বছর বয়সী উইনফ্রে মিসিসিপিতে জন্মগ্রহণ করেছিলেন এবং মিলওয়াকি ও টেনেসিতে বেড়ে ওঠেন।

উইনফ্রের অনুদানের কিছু অংশ যাবে অ্যাপল ইনক, ফোর্ড ফাউন্ডেশন, লরেন পাওয়েল জবস এবং অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর উদ্যোগে তৈরি আমেরিকা’স ফুড ফান্ড নামে একটি তহবিলে।

অপরাহ উইনফ্রে

এই তহবিলটির মধ্যমে মহামারি করোনাভাইরাস দ্বারা আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খাওয়ার জন্য সহায়তা করবে। এছাড়া স্কুলের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের উপর নির্ভর করে এমন শিশু, স্বল্প আয়ের পরিবার, বয়স্ক এবং বেকারত্বের শিকার ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে উইনফ্রে তার ১ কোটি ডলার অনুদানের সর্বাধিক অংশটি কোথায় দেবেন সে বিষয়ে কিছু বলেননি।