স্বাধীনতা দিবসের সজল-মম’র ‘আঁধারে আভা’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সজল-মম, ছবি: সংগৃহীত

সজল-মম, ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পে ‘আঁধারে আভা’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল ও মম। নাটকটি পরিচালনা করেছেন ‘কমলা রকেট’ সিনেমার নির্মাতা ও অভিনেতা নূর ইমরান মিঠু। নাটকটি মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

‘আঁধারে আভা’র গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদুল ইসলাম ও নূর ইমরান মিঠু। সজল-মম ছাড়াও আভা চরিত্রে রয়েছেন শিশুশিল্পী আফরিন শিখা রাইসা। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন নাটকে অভিনয় করেছেন ফারুক, পান্থ, সাদিব, জাকির, বানিয়ুল প্রমুখ।

বিজ্ঞাপন
নির্মাতা ও অভিনেতা নূর ইমরান মিঠু, ছবি: সংগৃহীত

নাটকটি প্রসঙ্গে নির্মাতা নূর ইমরান মিঠু বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া একটি দেশে কে কাকে ঠকিয়ে ওপরে উঠবে, এরই প্রতিযোগিতা চলছে এখন। সেই বাস্তবতা নিয়ে নাটকটি নির্মিত। এটি মূলত নিম্নমধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একজন মুক্তিযোদ্ধার সন্তানের অন্তর্গত দ্বন্দ্বগুলো উঠে আসবে।