মুজিব বর্ষে ‘বঙ্গবন্ধু কর্নার’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘বঙ্গবন্ধু কর্ণার’ টেলিফিল্মের দৃশ্য

‘বঙ্গবন্ধু কর্ণার’ টেলিফিল্মের দৃশ্য

সেলিম ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তার লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তথা দেশাত্মকবোধ জাগ্রত করতে দারুণ ভূমিকা রাখছে।

ছোট বেলার বন্ধু বাদশা দীর্ঘ সময় পর আমেরিকা থেকে দেশে আসার খবর পেলে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করলে, স্ত্রী পারুলী ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাদের আমেরিকায় নিয়ে যাবার ব্যবস্থা নেবার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে।

বিজ্ঞাপন

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে মুজিব বর্ষের বিশেষ টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’। এতে অভিনয় করেছেন, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান, আলম সোহাগ।

রানা মাসুদের রচনা ও পরিচালনায় আগামী ৬ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘বঙ্গবন্ধু কর্নার’ টেলিফিল্মটি।