ছোটকাকু সিরিজের পাঁচ চলচ্চিত্র

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মার্চ মাস জুড়ে চ্যানেল আইতে থাকছে নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের ৫টি চলচ্চিত্র।

আফজাল হোসেন এই চলচ্চিত্রগুলো পরিচালনার পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয়ও করেছেন। এতে আরও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

বিজ্ঞাপন

এ ধারাবাহিকতায় ১০ মার্চ দেখানো হবে ‘এবারের সাভারে’, ১৭ মার্চ ‘রাজশাহীর রসগোল্লা’, ১৪ মার্চ ‘কক্সবাজারের কাকাতুয়া’ এবং ৩১ মার্চ  ‘ঢাকবাজলো ঢাকায়’।

যথাক্রমে দেখানো হবে প্রতি মঙ্গল দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে চলচ্চিত্রগুলো। এর মধ্যে ৩ মার্চ দেখানো হয়েছে ‘রাত বিরাতে সাতক্ষীরাতে’।