মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজে একঝাঁক তারকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘একাত্তর’ ওয়েব সিরিজে একঝাঁক তারকা

‘একাত্তর’ ওয়েব সিরিজে একঝাঁক তারকা

ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’ প্রথমবারের মতো মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে ‘একাত্তর’ শিরোনামে নামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছে। তানিম নূরের পরিচালনায় এই ওয়েব সিরিজে দেখা যাবে বাংলাদেশের একঝাঁক তারকাকে।

জানা গেছে, মুক্তিযুদ্ধভিত্তিক এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকেই।

বিজ্ঞাপন

নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। তার আগে বৃহস্পতিবার (৫ মার্চ) এর কলাকুশলীদের উপস্থিতে প্রকাশ করা হবে ফাস্ট লুক।

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলো ভারতীয় কোনো প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন