অভিনেতা থেকে পরিচালক মাজনুন মিজান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাজনুন মিজান

মাজনুন মিজান

দীর্ঘ ২০ বছরের অভিনয় ক্যারিয়ার অভিনেতা মাজনুন মিজানের। নাটকের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। তবে এবার ভিন্ন পরিচয় পাচ্ছেন এই অভিনেতা।

প্রথমবারের মত নাম লিখিয়েছেন পরিচালনায়। ঈদের জন্য ‘আমলকি’ শিরোনামের একটি টেলিফিল্ম পরিচালনা করেছেন মাজনুন মিজান। এরই মধ্যে নোয়াখালীর বিভিন্ন এলাকায় টেলিফিল্মর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ‘আমলকি’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, দীপা খন্দকার, ফারাজানা ছবিসহ অনেকেই।

মাজনুন মিজান

প্রথমবার পরিচালক হওয়া প্রসঙ্গে মাজনুন মিজান বার্তা২৪.কমকে বলেন, ‘আমি মনে করি নাটক শুধু বিনোদনের নেওয়ার জায়গা না। এটা থেকে শিক্ষাও নিতে হবে। আমরা এখন অনেক দিক থেকে খারাপ সময় অতিক্রিম করছি। সেই দায় থেকে সচেতনা বৃদ্ধির জন্য আমি প্রথম নির্মাণে এসেছি। আমার প্রথম নির্মাণে আমি আমার টিমের প্রতি কৃতঞ্জ। বিশেষ করে সালাউদ্দিন লাভলু ও আবুল হায়াত আমাকে দারুণভাবে সহযোগিতা করেছেন।’

এই টেলিফিল্মের পাশাপাশি একটি শিক্ষামূলক এবি নির্মাণ করেন মাজনুন মিজান। যেখানে অভিনয় করেছেন আবুল হায়াত।