অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আরিফিন শুভ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিফিন শুভ

আরিফিন শুভ

বিখ্যাত চীনা মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান অপো’র বাংলাদেশ অংশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গেল ৩ ফেব্রুয়ারি অপো’র নতুন এফ১৫ মোবাইলের বিজ্ঞাপন চিত্রের শুটিংও শেষ করেছেন এই অভিনেতা।

এর আগে অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রসঙ্গে শুভ জানিয়েছিলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হওয়ার বিষয়টি নিঃসন্দেহে আনন্দের।

বিজ্ঞাপন
অপো’র পণ্য প্রচারে শুভ

জানা গেছে, অপো’র পণ্য প্রচারের পদক্ষেপ হিসেবে এখন থেকে বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে হাজির হবেন এই অভিনেতা। শুভ’র আগে অপো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার তাসকিন আহমদে।

এর আগে মোবাইল ফোন কোম্পানি রবি ও যুক্তরাষ্ট্র ভিত্তিক পণ্য পরিবহনকারী অনলাইন ভিত্তিক একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন আরিফিন শুভ।

বিজ্ঞাপন