ভালোবাসা দিবসে একই মঞ্চে গাইবেন জেমস, নাচবেন শাকিব

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেমস ও শাকিব খান

জেমস ও শাকিব খান

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ‘মেহেদি ফুড কোর্ট’র আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই আয়োজনে একই মঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমস এবং নাচবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠান শুরু হবে ১৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেহেদি ফুড কোর্টের মাঠে। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছেন রংধনু গ্রুপের মার্কেটিং বিভাগের কর্মকর্তা লায়লা নাজনিন মিতু।

জানা গেছে, এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, নীরব, ইমন; চিত্রনায়িকা মৌসুমি, পপি; সংগীত শিল্পী এস এই টুটুলসহ শোবিজের অনেকেই।

বিজ্ঞাপন

রংধনু গ্রুপ জানিয়েছে, আয়োজনের অন্যতম আকর্ষণীয় হলো নগর বাউল জেমস ব্যান্ডের গান আর শাকিব খানের নাচ। মঞ্চে চিত্রনায়িকা নিঝুম রুবিনার সঙ্গে ‘আমি তোমার ভিতর’ ও ‘দিল দিল’ গানে মঞ্চ মাতাবেন শাকিব খান। এই অনুষ্ঠানে যেকেউ ফ্রি’তে প্রবেশ করতে পারবেন।