‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড’ পেল আর্টল্যান্ড
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড-২০১৯’। যেখানে পুরস্কৃত হয়েছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান আর্টল্যান্ড।
রাজধানীর লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উপ-প্রধান জোয়ান ওয়েঙ্গার।
রূপচর্চা, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ও বিয়ের ছবি শিল্পের দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে প্রতি বছরই এই অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
একদল জুরি রূপচর্চা, বিয়ের সাজসজ্জা এবং বিয়ের ছবি বিষয়ক মনোনয়নে অংশগ্রণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করেন৷ জুরি দলে ছিলেন- প্রখ্যাত প্রসাধন শিল্পী ফারজানা শাকিল, কাজী আইসিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, দ্য ডেইলি নিউ এজ-এর ফিচার সম্পাদক কনকা করিম, প্রখ্যাত ফটো সাংবাদিক দীন মোহাম্মদ শিবলি, আইস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক নওশিন খায়ের এবং আইস টু ম্যাগাজিনের ফ্যাশন সম্পাদক গৌতম সাহা।
ওয়েডিং ফটোগ্রাফি ক্যাটাগরিতে ‘বেস্ট ফটোগ্রাফি সার্ভিস’র জন্য জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর্টল্যান্ড ফটোগ্রাফিকে।
আর্টল্যান্ডের চেয়ারম্যান সুফিয়ান চৌধুরী জানান, ‘২০১২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে সেবা প্রদান করে যাওয়া আর্টল্যান্ডের বর্তমানে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টস বিভাগে প্রায় ৯০ জনের বেশি মানুষ দিন-রাত কাজ করেছে। পরিশ্রমের ফল হিসেবে পেলাম আর্টল্যান্ড থেকে সেবা গ্রহণকারী ঌ হাজারেরও বেশি ক্লায়েন্টদের আবেগ, শ্রদ্ধা আর হাসিমুখ। পেলাম আর্টল্যান্ডের প্রতি মানুষের বিশ্বাস। আর আজ পেলাম আমাদের নিরলস সেবার স্বীকৃতি বেস্ট ফটোগ্রাফি সার্ভিস।’