জসিমের মৃত্যুবার্ষিকীতে এফডিসিতে কোরআন খতম ও দোয়া মাহফিল

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবুল খায়ের জসিম উদ্দিন, ছবি: সংগৃহীত

আবুল খায়ের জসিম উদ্দিন, ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জসিমকে হারানোর ২১ বছর আজ। ১৯৯৮ সালের আজকের দিনে মাত্র ৪৮ বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যুবরণ করেন ঢাকাই অ্যাকশন সিনেমার এই পথপ্রদর্শক।

সিনেমার পর্দায় নাম জসিম নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম ছিল আবুল খায়ের জসিম উদ্দিন। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রে অভিনেতা আজিমের হাত ধরে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার।

বিজ্ঞাপন

আবুল খায়ের জসিম উদ্দিন

এদিকে আজ (৮ অক্টোবর) জসিমের ২১তম মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। সিনেমার বাইরে এই অভিনেতা ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন।