ক্যাফে উদ্বোধন করতে ঢাকায় বলিউডের ওয়ারিনা হুসাইন
বলিউডের ‘লাভ ইয়াত্রী’ সিনেমার নায়িকা ওয়ারিনা হুসাইন ঢাকায় অবস্থান করছেন। ‘চকলেট রুম’ শিরোনামের একটি ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিবেন এই বলিউড অভিনেত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ক্যাফে ‘চকলেট রুম’।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর গুলশান ১ এলাকায় ১৩৮ নাম্বার রাস্তার ল্যান্ডমার্ক অ্যাবাকাস রেস্তোঁরায় ৩ অক্টোবর বিকেল ৫টায় প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্যাফে ‘চকলেট রুম’। এই অনুষ্ঠানের যোগ দিবেন বলিউড তারকা ওয়ারিনা হুসাইন।
এর বাইরে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘চকলেট রুম’ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামীর হোসাইন, সিএমডি চকলেট রুম ইন্টারন্যাশনাল এবং কো-ফাউন্ডার লিনগামালু চাইতান্না কুমার এবং চকলেট রুম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ইয়াজু ভাগেলা।
২০১৮ সালে সালমান খান ফিল্মসের প্রযোজনায় ‘লাভ ইয়াত্রী’ সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটিতে সালমান খানের বোন অপির্তার স্বামী আয়ুশ শর্মার সঙ্গে এই আফগান কন্যার অভিষেক হয় বলিউডে।