আজ শেষ হচ্ছে সালমান শাহ জন্মোৎসব

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেষ হচ্ছে সালমান শাহ উৎসব, ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে সালমান শাহ উৎসব, ছবি: সংগৃহীত

ঢুলি কমিউনিকেশনস আয়োজিত ও টিএম ফিল্মস নিবেদিত সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’ আজ শেষ হচ্ছে। রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে ১৯ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা হয়।

আজ উৎসবের সমাপনী দিনে ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমা প্রদর্শিত হওয়ার মাধ্যমে পর্দা নামছে সালমান শাহ জন্মোৎসবের। শো টাইম- বেলা ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত পৌনে ৯টা। টিকিট মূল্য ১০০ ও ১৫০ টাকা।

বিজ্ঞাপন

সত্যের মৃত্যু নেই

সিনেমাটি পায় ১৯৯৬ সালের ১৩ সেপ্টেম্বর। যার মাত্র সাতদিন আগেই (৬ সেপ্টেম্বর ১৯৯৬) না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নের এই নায়ক। সিনেমাটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ এবং যৌথভাবে রচনা করেছেন ছটকু আহমেদ ও পানাউল্লাহ আহমেদ। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, শাবানা, শাহনাজ, রাইসুল ইসলাম আসাদ ও রাজীব। সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গীত রচনা করেছেন মাসুদ করিম।

বিজ্ঞাপন

এরা আগে জন্মোৎসবে সালমান শাহের জনপ্রিয় ‘তোমাকে চাই’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘অন্তরে অন্তরে’ সিনেমা গুলো প্রদর্শিত হয়েছে।

মধুমিতা প্রেক্ষাগৃহ

এসব সিনেমা দেখতে শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও সালমানভক্তরা ছুটে এসেছেন বড় পর্দায় অমর নায়কের সিনেমা দেখার জন্য।

উৎসব প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর বলেন, ‘চোখের পলকে উৎসবের সমাপনী দিন চলে এলো। অসাধারণ এক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সাধারণ মানুষের যে পরিমাণ সাড়া আমরা পেয়েছি, সেটি এক কথায় অবিশ্বাস্য। আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সালমান শাহ ভক্তদের। তারাই আমাদের উৎসবকে প্রাণবন্ত রেখেছে পুরো সপ্তাহ জুড়ে।’

তিনি বলেন, ‘ধন্যবাদ জানাতে চাই টিএম ফিল্মস, মধুমিতা প্রেক্ষাগৃহ, গান বাংলা ও মিডিয়া-কর্মীদের। যাদের সহযোগিতা ও সমর্থন ছাড়া এত বড় উৎসব সফল করা সম্ভব হতো না। আমরা স্বপ্ন দেখি সালমান শাহের ৫০তম জন্মবার্ষিকী দেশজুড়ে আরও বর্ণিল আয়োজনে করার। সেই প্রস্তুতি আমরা এর মধ্যে শুরু করেছি।’