‘মিসেস বাংলাদেশ’ অবনি

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মিসেস বাংলাদেশ’ অবনি, ছবি: সংগৃহীত

‘মিসেস বাংলাদেশ’ অবনি, ছবি: সংগৃহীত

বিবাহিত নারীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মুনজারিন মাহবুব অবনি। প্রথম রানারআপ হয়েছেন রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মাটি সিদ্দিকী।

রোববার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান ক্লাবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মিসেস বাংলাদেশ

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, কণ্ঠশিল্পী মেহরিন মাহমুদ, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, বিউটি এক্সপার্ট সালেহা সারওয়ার, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা ও ইউথ বাংলার সভাপতি মোনা চৌধুরী।

বিজ্ঞাপন

মিসেস বাংলাদেশ

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই হাজারের বেশি নারীর মধ্যে সেরা দশ প্রতিযোগী নিয়ে হয় চূড়ান্ত পর্ব। চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।