শুরু হচ্ছে মীরাক্কেল, বাংলাদেশ অংশের অডিশন ২৭ সেপ্টেম্বর

  • বিনোদন ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মীরাক্কেল ,ছবি: সংগৃহীত

মীরাক্কেল ,ছবি: সংগৃহীত

ভারতীয় বেসরকারি টেলিভিশন জি বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি বিষয়ক রিয়েলিটি শো মীরাক্কেল এর দশম পর্ব শুরু হতে যাচ্ছে খুব দ্রুত। বেশ কয়েক বছর এই রিয়েলিটিতে অংশ গ্রহণ করে বাংলাদেশের প্রতিযোগীরা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে মীরাক্কেলের বাংলাদেশ অংশের অডিশন। রাজধানীর এমানুয়েল ব্যাংকুয়েট হলে (ঢাকা নিউ হল, গুলশান -১) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বাংলাদেশ অংশের অডিশন। প্রথমবারের মত এবার শুধুমাত্র ঢাকাতেই হবে এই অডিশন।

বিজ্ঞাপন

মীরাক্কেল

এর আগে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে অডিশনের আয়োজন করা হতো। তবে এবার শুধু ঢাকাতেই অডিশন হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জি বাংলা।

বিজ্ঞাপন

শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় মীরাক্কেলের উপস্থাপনা করেন মীর। মূল পর্বগুলোতে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়।