‘মিস ইউনিভার্স’র জন্য বাংলাদেশে আসছেন সুস্মিতা সেন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুস্মিতা সেন

সুস্মিতা সেন

চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর চূড়ান্ত আসর। যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ।

প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে আট হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেছেন বলে শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে জানিয়েছে আয়োজক কমিটি।

বিজ্ঞাপন

জানা গেছে, মূল প্রতিযোগিতায় থাকবে গ্রুমিং ও ফিল্মিং রাউন্ড। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র চূড়ান্ত পর্ব। যিনি বিজয়ী হবেন, তিনি অংশ নেবেন ‘মিস ইউনিভার্স’র মূল আসরে।

‘মিস ইউনিভার্স’-এর চূড়ান্ত পর্বে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন বিচারকের দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছে আয়োজক কমিটি।

সুস্মিতা সেন ১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’-এর মুকুট জয় করেন।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিষয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র চেয়ারম্যান রেজওয়ান বিন ফারুক বলেন, ‘সেরা ১০ জন নিয়ে ফাইনাল হবে। যেখানে সুস্মিতা সেনসহ ১০ জন থাকবেন বিচারকের দায়িত্বে। আমরা আশা করছি শতভাগ সততার সঙ্গে প্রতিযোগিতা সম্পন্ন করতে পারব।’

এসময় আরও উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিকুর রহমান, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ফ্লোরা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম, ফ্যাশন ডিজাইনার টুটলি রহমানসহ আরও অনেকে।