অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতলো ‘ফ্রি সলো’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন এলিজাবেথ চাই ভাসারহেলি ও জিমি চিন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এল ক্যাপিটান সামিটে পর্বতারোহী অ্যালেক্স হনোল্ডের একা আরোহনকে তুলে ধরা হয়েছে এতে।
একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘হ্যাল কাউন্টি দিস মর্নিং দিস ইভেনিং’, ‘মাইন্ডিং দ্য গ্যাপ’, ‘অব ফাদারস অ্যান্ড সানস’, ‘আরবিজি’।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।
সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি।
আজ সকাল থেকে এমন খবরে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে নিপুণের দাবি, খবরটি সঠিক নয়!
অথচ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে বলেছেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তবে তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেটে এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর ওই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।’
ওই বিমানবন্দরের একটি সূত্র জানায়, আজ সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
তবে নিপুণ বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমকে বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’
প্রথমবারের মতো ঢাকায় গাইতে আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’–এর মতো গানে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও পরিচিতি রয়েছে ব্যান্ডটির।
কাবিশকে নিয়ে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ১০ ও ১১ জানুয়ারি ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’–এর আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট একই ভেন্যুতে ২৪ ও ২৫ জানুয়ারি হবে।
‘কাভিশ’ তাদের মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে দারুণ সাড়া ফেলেছে।
কনসার্টের সূচি
২৫ জানুয়ারি, প্রথম দিনের উদ্বোধন হবে লেভেল ফাইভ এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে।
২৫ জানুয়ারি, দ্বিতীয় দিন শুরু হবে গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা এবং ঘাসফড়িং কয়ার-এর পরিবেশনার মাধ্যমে। এই দিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশ-এর আরেকটি মুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত এই ব্যান্ড তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। "বাচপান" এবং "তেরে পেয়ার মে" গানগুলোর মতো কালজয়ী সুর নিয়ে কাভিশ প্রথমবারের মতো ঢাকা শহরে তাদের ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চলেছে।
"ঢাকা রেট্রো" কনসার্টে কাভিশ-এর এক ভিডিও বার্তা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তাদের পারফরম্যান্স নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনায় এবার যুক্ত হচ্ছে বাস্তবতা, যখন কাভিশ ঢাকার মঞ্চে তাদের যাদুকরী সুর পরিবেশন করবে।
ব্লু ব্রিক কমিউনিকেশনস, যারা এর আগে "ঢাকা রেট্রো"-র মতো সফল ইভেন্ট আয়োজন করেছে, এবার "ঢাকা ড্রিমস"-এর মাধ্যমে দর্শকদের জন্য শান্ত, সুরেলা এবং স্মরণীয় দুটি রাত উপহার দিতে প্রস্তুত।
ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেছেন, "আমরা এমন একটি স্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্ট এর আয়োজন করছি যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট ।"
এত দিন শুধু বড়সড় দর হাঁকিয়ে এসেছেন হিন্দি ও দক্ষিণি ছবির নায়কেরা। নায়িকারা ধীরে ধীরে ভালোই পারিশ্রমিক বাড়াচ্ছেনও। এবার নায়কদের পাশাপাশি খলনায়কদের পালা; নায়ক-নায়িকা ছাপিয়ে যেতে চলেছেন এক খলনায়ক। শোনা যাচ্ছে, নায়কের চেয়ে বেশি পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে প্রতিদিন কোনো না কোনো খবর ভেসে আসছে। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে আর দেবী সীতা রূপে দেখা যাবে দক্ষিণি নায়িকা সাই পল্লবীকে। লঙ্কাপতি রাবণ রূপে কন্নড় সুপারস্টার যশকে নিয়ে এসে এক বড়সড় চমক দিতে চলেছেন নীতেশ। তবে রাবণ রূপে আসার জন্য যশ বড়সড় অঙ্ক নিচ্ছেন বলে জানা গেছে।
এমনকি এই কন্নড় তারকা ‘রামায়ণ’ ছবির নায়ক রণবীর কাপুরের চেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। জানা গেছে, যশ এই ছবির জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন! ভারতীয় ছায়াছবির ইতিহাসে এর আগে কোনো অভিনেতা খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য এত বড় পারিশ্রমিক পাননি। তাই যশই প্রথম অভিনেতা হতে চলেছেন, যিনি খলনায়ক হিসেবে আসার জন্য এত বড় দর হাঁকিয়েছেন।
এই দৌড়ে তিনি কমল হাসানের মতো তারকাকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য কমল হাসান ৪০ কোটি রুপির মতো পারিশ্রমিক নিয়েছিলেন বলে শোনা যায়।
যশ বলিউড ও দক্ষিণি নায়কদেরও টেক্কা দিয়েছেন। শাহরুখ খান কয়েক বছর ধরে ছবিপিছু ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নেন। দক্ষিণি সুপারস্টার প্রভাস একটা ছবির জন্য নেন ১২০-১৫০ কোটি রুপি। তবে ‘পুষ্পা’ ছবির পর আল্লু অর্জুন এখন দর বাড়িয়ে তাঁর পারিশ্রমিক ৩০০ কোটি রুপি করেছেন বলে খবর। যশ ‘রামায়ণ’ ছবিতে শুধু অভিনয় করছেন না, তিনি এই ছবির সহপ্রযোজকও।
‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ছাড়া সানি দেওল, লারা দত্ত আছেন। এটি ছাড়া আরও একটি দুরন্ত প্রকল্পে দেখা যাবে যশকে। গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে এক ভিন্ন রূপে ধরা দেবেন কন্নড় এই সুপারস্টার। এই ছবিতে যশ ছাড়া আছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও অনেকে। সম্প্রতি ‘টক্সিক’ ছবির টিজার মুক্তি পেয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, বিমানের লন্ডন ফ্লাইটের আগে অফলোড করা হয়। পরবর্তীতে তিনি চলে গেছেন।
সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেফতার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন।