বইমেলায় ‘অভিনেত্রী’ সুষমার প্রথম বই

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুষমা সরকার । ছবি: নূর এ আলম

সুষমা সরকার । ছবি: নূর এ আলম

গুণী অভিনেত্রী সুষমা সরকার সম্প্রতি দেশ নাটকের একক নাটক ‘পারো’তে অভিনয় করে নাট্যাঙ্গনে সাড়া ফেলেছেন। পুরো একটি নাটক একাই অভিনয় করার সাহস দেখানোর পর এবার বইমেলাতে আসছেন লেখিকা পরিচয়ে!

সুষমা সরকার । ছবি: নূর এ আলম

আসছে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হতে যাচ্ছে সুষমা সরকারের লেখা গল্পের বই ‘দ্বিতীয়’। এটিই অভিনেত্রী সুষমা সরকারের প্রথম বই। তবে ব্যক্তি সুষমা সরকারের এটি প্রথম লেখা বই নয়। কারণ অভিনেত্রী হওয়ার আগেই অর্থাৎ ছাত্রজীবনেই তিনি প্রকাশ করেন তার প্রথম বই ‘প্রণয়’। সেদিক থেকে বলতে গেলে ‘দ্বিতীয়’ই তার ‘দ্বিতীয়’ বই।

বিজ্ঞাপন
সুষমার নতুন বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন তার স্বামী ও চিত্রশিল্পী লিটন কর

নতুন বইটির দারুণ দৃষ্টিনন্দন একটি প্রচ্ছদ প্রকাশ করে সুষমা সরকার আজ বিকেলে ফেসবুকে লিখেছেন, “দ্বিতীয়’ আমার ২য় প্রকাশনা। প্রথম উপন্যাস ‘প্রণয়’ প্রকাশিত হয়েছিলো বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে। তবে আমার এই বইয়ের শিরোনাম ‘দ্বিতীয়’ কোন দ্বিতীয় অর্থে নয়। এই দ্বিতীয় মানে দ্বিতীয় লিঙ্গ, মানে নারী। আমাদের সমাজ ব্যবস্থায় নারী সব সময় দ্বিতীয়ই থেকে গেছে অথবা তাকে কখনো প্রথম হতে দেওয়া হয়নি। যদিও আমাদের আদি সমাজ ব্যবস্থা ছিলো মাতৃতান্ত্রিক।’

সুষমা সরকার । ছবি: নূর এ আলম

সুষমা আরও লেখেন, ‘‘দ্বিতীয়’ নামে আমার এই গল্প সংকলনের প্রতিটি গল্পে আমি প্রকাশ করতে চেয়েছি বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দন্দ, নারীর অবস্থান, একাকীত্ব, নারীর লড়াই, নারীর ক্ষমতায়াণ। ‘দ্বিতীয়’ আসছে এবারের বইমেলায় শব্দশিল্প প্রকাশণীতে। ধন্যবাদ লিটন কর (অভিনেত্রীর স্বামী ও চিত্রশিল্পী), দারুণ এই প্রচ্ছদের জন্য।’

বিজ্ঞাপন
সুষমা সরকার । ছবি: নূর এ আলম

এদিকে, সুষমা শুটিং শেষ করেছেন তার নতুন সিনেমা ‘সলতে’র। জহির রায়হান পরিচালিত সরকারি অনুদানের এই ছবিটি মূলত একুশে পদক বিজয়ী সমাজকর্মী পলান সরকারের বায়োপিক। তিনি এমন একজন ব্যক্তি যিনি ঘরে ঘরে বই বিতরণ করে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। শিক্ষার প্রচারে শান্ত বিপ্লব পলান সরকারকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছে।