চোখ ধাধানো ছবি আর বুবলীর প্রেমের অন্তহীন রহস্য!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শবনম বুবলী । ছবি: ফেসবুক

শবনম বুবলী । ছবি: ফেসবুক

বিদায়ী বছরটা ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর পেশাগত জীবনের ছিলো দারুণ। তাইতো দেশের প্রায় সকল গণমাধ্যম তাদের সালতামামি সংখ্যায় বুবলীকে ২০২৪-এর শ্রেষ্ঠ চিত্রনায়িকার তকমা দিয়েছে।

তবে ব্যক্তিগতজীবনে নানা চড়াই-উৎরাই পার করতে হয়েছে তাকে। অপু বিশ্বাসের সঙ্গে বাকযুদ্ধ তো চলছেই কয়েক বছর ধরে। তার পাশাপাশি তিনি ভার্চুয়াল যুদ্ধে জড়ান পরীমণির সঙ্গে।

বিজ্ঞাপন
শবনম বুবলী । ছবি: ফেসবুক

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের সঙ্গে তার গোপন সম্পর্কের কথা উঠে আসে। ফাঁস হয় তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও অপু বিশ্বাসের কল রেকর্ড। তার জেরে একাধিক ছবি থেকে বাদ পরা অনেককিছুই ঘটেছে।

তবে বুবলী বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছেন সেটা বোঝাই যাচ্ছে। তিনি পেশাগত সাফল্যের খবরগুলো শেয়ার করছেন তার ফেসবুকের পাতায়।

বিজ্ঞাপন
শবনম বুবলী । ছবি: ফেসবুক

এবার নতুন বছর শুরুর ঠিখ আগেভাগেই ফেসবুকে শেয়ার করলেন চোখ ধাধানো কিছু ছবি। লাল গাউনে বুবলীকে যেন পরীর মতো লাগছে। রূপের আগুণে চোখ ধাধিয়ে দিয়েছেন সবার। অনেকে পরীর এই ছবিগুলোকে তার এ যাবতকালের সেরা ছবিও বলছে।

আর সেই ছবিগুলো আজ ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘প্রেম একটি অন্তহীন রহস্য, সে জন্য এর ব্যাখ্যা করার আর কিছুই নেই।’

শবনম বুবলী । ছবি: ফেসবুক

অনেকেই জানেন, এক সময় উড়োজাহাজের কেবিন ক্রু হিসেবে কাজ করা শবনম বুবলী আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর একটানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেন বুবলী। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এ বছরও দুই ঈদে তার তিনটি ছবি মুক্তি পায়।

শবনম বুবলী । ছবি: ফেসবুক

রায়হান রাফীর ‘টান’ ও ‘সাত নম্বর ফ্লোর’ যারা দেখেছেন, তারা জানেন, শবনম বুবলী অভিনয়টা ভালোই জানেন। কিন্তু অনেক সিনেমাতেই কেন যেন সেই বুবলীকে খুঁজে পাওয়া যায় না। সেই বুবলী এ বছর ‘দেয়ালের দেশ’ ছবিটি দিয়ে তা কিছুটা হলেও দেখাতে সক্ষম হয়েছেন। ‘মায়া’ ও ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছিল পবিত্র ঈদুল ফিতরে। একই সময়ে একই অভিনেত্রীর দুটি ভিন্নধারার সিনেমা চলছে প্রেক্ষাগৃহে- এটা বিরল দৃশ্যই বটে। বছর শেষে ‘পিনিক’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে প্রথমবারের মতো তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। মুক্তির অপেক্ষায় আছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’ ছবিটিও।

শবনম বুবলী । ছবি: ফেসবুক