কমলার পরাজয় নিয়ে শোবিজ তারকাদের হাস্যরস

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দিনাত জাহান মুন্নী, ইরফান সাজ্জাদ, ইমতু রাতিশ ও বিজরী বরকতউল্লাহ

দিনাত জাহান মুন্নী, ইরফান সাজ্জাদ, ইমতু রাতিশ ও বিজরী বরকতউল্লাহ

নির্বাচন যুক্তরাষ্ট্রে হলেও তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই বাংলাদেশিদের মধ্যেও। তারেই রেশ এখন দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারন মানুষ থেকে শোবিজ তারকা, সব শ্রেণির মানুষ যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। ভোটে ট্রাম্পে এগিয়ে থাকায় অনেকেই কমলা হ্যারিসকে নিয়ে হাস্যরস তৈরি করছেন তার স্ট্যাটাসের মাধ্যমে। কেউ কেউ ট্রাম্পকে নির্বাচনে জেতার জন্য শুভকামনা জানিয়েছেন।

স্ট্যাটাসে কিছু পরিষ্কার করে না বললেও ট্রাম্পের ভোটে এগিয়ে থাকার সময়েই অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘কমলার বনবাস।’ সেখানে জয়ন্ত নামের একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘মজা নেন?’ ভক্তের উত্তরে বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘কোথায় মজা নিলাম? আমেরিকায় কে জিতল না জিতল তাতে আমাদের কিচ্ছু যাবে–আসবে না। ওদের পররাষ্ট্রনীতি একই থাকবে সব সময়। ওরা নিজেদের দেশের স্বার্থের বাইরে কিছুই দেখবে না।’

বিজ্ঞাপন
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ

দেশের পরিচালকদের অনেকেই এই বিজয় নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন। পরিচালক মাহমুদ দিদার মন্তব্য করেছেন, ‘কমলা খারিজ।’

জনপ্রিয় মডেল ও অভিনেতা ইমতু রাতিশ লিখেছেন, ‘কমলা খারিজ? নাকি এখনো জারিস ‘ ট্রাম্পের উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘পাগলু তো চমক দেখাইলো।’

বিজ্ঞাপন

আরেক অভিনেতা দীপক কুমার লিখেছেন, ‘‘‘কমলার বনবাস’ (নোট: নৌকায় করে হাতি বা হাতিতে করে নৌকা পার হয় না।)’

অভিনেত্রী সোহানা সাবা

ইন্ডিপেন্ডেন্ট টিভির একটি ফটো কার্ড আজই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে লেখা, ‘কমলার হালুয়া যেভাবে বানাবেন, দেখে নিন!’ সেই কার্ডটি জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবাও শেয়ার দিয়েছেন।

তরুণ গায়ক অয়ন চাকলাদার লিখেছেন, ‘তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।’

অভিনেতা ইরফান সাজ্জাদ

তবে অভিনেতা ইরফান সাজ্জাদের মতামত ভিন্ন। তিনি লিখেছেন, ‘আমেরিকানরা নারীবাদ নিয়ে সবচেয়ে বেশি কথা বলে, অথচ তারাই কখনো নারী নেতৃত্ব চায় না, কী সার্কাস।’ আরেক অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘ভাই রে, ক্ষমতা খুব ক্ষণস্থায়ী। আজ আছে কাল নাই। মানুষ কী মনে রাখে জানেন? আপনার ভালো ব্যবহার, আপনার মানবিক আচরণ।’

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার একটা মিল আছে। তাই তাকে ভাল্লাগে। তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প (মডেল)। তিনি এ দেশে যে ভিসায় থাকেন, আমিও সে ভিসায় থাকি।’

সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী

গণমাধ্যমকর্মী শামীম শাহেদও থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি ট্রাম্পের বিজয়ে ফেসবুকে মন্তব্য করে লিখেছেন, ‘আমেরিকার বিরুদ্ধে যে যত কথাই বলেন না কেন, অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে!’