বক্স অফিসে দিওয়ালির কোন ছবি এগিয়ে?

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ ছবির দৃশ্য

‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ ছবির দৃশ্য

বলিউডের বক্স অফিসে বেশ জোরদার টক্কর চলছে বহুল প্রতিক্ষীত হাই বাজেটের দুটি সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘সিংহাম এগেইন’র মাঝে। দুই সিনেমারই আগের কিস্তিগুলি ছিল সুপার ডুপার হিট। আর নতুন কিস্তিতে বসেছে তারকাদের মেলা।

দর্শককে হলে টানার সকল ব্যবস্থাই যেন করে রেখেছে এই দুই সিনেমার পরিচালক। যার ফলাফলও মিলছে ছবি দুটির মুক্তির প্রথম দিনের অফিস আয় থেকে। তবে মুক্তির তৃতীয় দিনে আয় কিছুটা কমে গেছে দিওয়ালি উৎসবে মুক্তি প্রাপ্ত এই দুই সিনেমার।

বিজ্ঞাপন

‘সিংহাম এগেইন’ ছবির পোস্টার

বলিউড মুভি রিভিউজ বলছে, বক্স অফিসে মুক্তির প্রথম দিনে ‘সিংহাম এগেইন’ যেখানে ৪৩.৫০ কোটি রুপি আয় করেছে, সেখানে দ্বিতীয় দিনে তা কিছুটা কমে ৩৮ কোটি রুপিতে, আর তৃতীয় দিনে ছবিটির আয় ৩৫ কোটি রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১৬ কোটি রুপি। স্যাকনিল্ক এর মতে, ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহ ১২৫.২ কোটি রুপি।

বিজ্ঞাপন
‘ভুলভুলাইয়া ৩’  ছবির পোস্টার

অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ এর আয় মুক্তির প্রথম দিনে যেখানে ৩৫ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনেও ছবিটির আয় যথাক্রমে ৩৩ কোটি রুপি হয়েছে। ফলে তিন দিনে ছবিটির মোট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে বলাই বাহুল্য, দুটো ছবির মধ্যে ‘সিংহাম এগেইন’ই আয়ের দিক থেকে বেশি এগিয়ে।

রোহিত শেঠি পরিচালিত ‘সিংহাম এগেইন’এ অভিনয় করেছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। 

‘সিংহাম এগেইন’ ছবির দৃশ্য

আর অনিস বাজমির ভুল ভুলাইয়া ৩-এ কার্তিক ছাড়াও রয়েছেন বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরির মতো তারকারা।

জানা গেছে, দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। বিশেষ করে হরর কমেডি-তে না ভয় আছে, না হাসি, দাবি করছেন হল ফেরত মানুষরা। এমনকি কার্তিকের অভিনয়ও নাকি পাতে দেওয়ার মতো নয়। সেই হিসেবে, নিজের কাঁধে একাই ছবি টেনেছেন বিদ্যা বালন ও মাধুরী দীক্ষিত।

‘ভুলভুলাইয়া ৩’ ছবির বিখ্যাত গান ‘আমি যে তোমার’-এ মাধুরী ও বিদ্যা

তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুটি ছবি নিয়েই উচ্চ প্রত্যাশা রাখছেন বলেই জানিয়েছেন। দুটি ছবিই ‘দুর্দান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।