টিজারেই রোমহর্ষক আবহ তৈরি করেছে ‘ভুল ভুলাইয়া ৩’
টিজার শুরু হয় বিদ্যা বালানের নেপথ্য কণ্ঠ দিয়ে। এরপরই নেপথ্যে শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। তিনি বলেন, ‘কী ভাবছেন, গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলার জন্য’; অর্থাৎ আবার ‘ভুল ভুলাইয়া ৩’-এর দরজা খুলবে।
‘শাকচুন্নি...’ দিয়ে শুরু করেই বাংলায় গালাগালি! চেহারা দেখা যায় না। তবে ভক্তরা কণ্ঠ শুনেই বুঝে গেছে, এ আর কেউ নয়, মঞ্জুলিকা! এভাবেই শুরু হয়েছে মুক্তির অপেক্ষায় থাকা বহুল চর্চিত হিন্দি সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’-এর টিজার। গতকাল দুপুরে মুক্তির পর থেকেই টিজারটি নিয়ে তুমুল চর্চা চলছে অন্তর্জালে।
আগামী ১ নভেম্বর দীপাবলিতে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। আসছেন ‘মঞ্জুলিকা; আর আবারও ‘রুহ বাবা’ হয়ে ধরা দিতে চলেছেন কার্তিক আরিয়ান। সঙ্গে থাকছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি।
মঞ্জুলিকা তার খেল দেখাবে। প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক ও তৃপ্তির রোমান্সের ঝলক। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাহনি আর হাসি।
‘ভুল ভুলাইয়া ৩’-এর টিজারেও শোনা গেল এই ফ্র্যাঞ্চাইজির আলোচিত দুটি গান ‘আমি যে তোমার’ ও ‘হরে কৃষ্ণ হরে রাম’। সব মিলিয়ে রোমহর্ষক, ভৌতিক আবহ তৈরি করতে পেরেছে এই ছবির প্রথম ঝলক।
‘ভুল ভুলাইয়া–৩’ তৈরি হয়েছে কলকাতার পটভূমিতে, বড় অংশের শুটিংও হয়েছে সেখানে। সিনেমার আগের দুই কিস্তি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। মনে করা হচ্ছে, আনিস বাজমির ছবিটিও সেই পথে হাঁটবে। বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি ছাড়াও ছবিটির অতিথি চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিতকেও।