অভিনয়জীবনের ২৫ বর্ষপূর্তি উৎসবে যা বললেন কারিনা
সমান সফলতা, ব্যস্ততা আর চাহিদা ধরে রেখে অভিনয়জীবনের ২৫ বছর পার করে দিলেন কারিনা কাপুর খান। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন বলিউডের এ নামজাদা অভিনেত্রী। অভিনয় করেছেন সমসাময়িক সব তারকার সঙ্গেই। আবার সাম্প্রতিক সময়ে নারীপ্রধান চরিত্রেও নিজেকে প্রমাণ করছেন দক্ষতার সঙ্গে।
তার ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয় মুম্বাইতে। সেখানে হাজির হয়েছিলেন কারিনা। নিজের ফেলে আসা ২৫ বছরের উৎযাপন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
কারিনা মনে করেন, সহশিল্পীদের সহযোগিতা ছাড়া এত দূর আসতে পারতেন না। অভিনেত্রী বলেন, ‘আমার অনেক ছবির সাফল্যের জন্য সহশিল্পীদের কৃতিত্ব দিতেই হবে। অভিনয়শিল্পীরা একে-অপরের কর্মশক্তি বাড়িয়ে দেন। ‘যব উই মেট’, ‘ওমকারা’ কিংবা ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসাধারণ ছবিগুলোর কথা যদি বলি, আমরা বরাবরই একে-অপরকে সহযোগিতা করেছি। তাই সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আমার ক্যারিয়ারের অসাধারণ ছবিগুলোর সব সহশিল্পীকে ধন্যবাদ। তাদের ছাড়া ছবিগুলো পূর্ণতা পেত না।’
অনুষ্ঠানে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ছবি নিয়ে একটি অজানা তথ্যও জানান কারিনা। এই ছবিতে অভিনয় করে তিনি গর্বিত। জানালেন, ছবিটি মুক্তির পর নিজ উদ্যোগে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন। যেখানে মণি রত্নমের মতো প্রথম সারির নির্মাতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন কারিনা।
নিজের অভিনয় নিয়ে কারিনা এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে তিনি চেয়েছেন, সেটা নির্মাতারাও দেখুক। যদিও প্রদর্শনী শেষে তার চেয়ে তার সহশিল্পী সাইফ আলি খানের প্রশংসাই বেশি শুনেছেন! কারিনা বলেন, ‘আমি সবাইকে ডেকেছিলাম আমার প্রশংসা করার জন্য, অথচ হঠাৎ দেখলাম তারা সবাই সাইফের কথা বলছে।’
এদিকে, গত ১৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার’। বলিউডের সমালোচকপ্রিয় নির্মাতা হানসাল মেহতা পরিচালিত ছবিতে কারিনা অভিনয়ের দারুণ প্রশংসা শোনা যাচ্ছে।