নতুন নায়ক নিয়ে অক্টোবরে আসছেন সুপারস্টার আলিয়া ভাট
নিয়মিত কাজ করলেও বলিউড সুপারস্টার আলিয়া ভাটের বেশ লম্বা বিরতি পড়েছে সিনেমা হলে। সর্বশেষ গত বছরের জুলাইয়ে এই তারকাকে দেখা গেছে করণ জোহর পরিচালিত সুপারহিট সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে।
শুধু নামী পরিচালকই নয়, জমজমাট গল্প, রণবীর সিং-ধর্মেন্দ্র-জয়া বচ্চন-শাবানা আজমীর মতো সহশিল্পী পেয়ে সে যাত্রায় আলিয়া ছিলেন অনেকটাই নির্ভার। মন দিয়ে অভিনয়টাই করেছেন, পেয়েছেন গত বছরের সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও।
বিরতি ভেঙে আলিয়া আবারও আসতে চলেছেন বড় পর্দায়। তবে এবার আলিয়ার মাথায় রয়েছে বড় দায়িত্ব। কারণ ছবির পরিচালক ভাসান বালা ও নায়ক ভেদাং রায়না- দুজনই একেবারেই নতুন। ভেদাং রায়নাকে দর্শক এখন পর্যন্ত জয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের ‘আর্চিস’ সিরিজেই দেখেছে কেবল।
সেখানে তিনি শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবী কন্যা খুশি কাপুর আর অমিতাভ বচ্চনের নাতি আগস্তা নন্দার সঙ্গে অভিনয় করেছেন। বলতে দ্বিধা নেই, ‘আর্চিস’-এ সবচেয়ে বেশি প্রশংসা ভেদাং রায়নাই কুড়িয়েছেন। যার ফলে আলিয়ার মতো উচু মাপের অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন।
আলিয়া-ভেদাং জুটির ছবিটির নাম ‘জিগরা’। আজ ছবিটির দুটি পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া জানিয়েছেন, ছবিটি আসছে ১১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে। তিনি লিখেছেন, ‘কাহিনি অনেক লম্বা কিন্তু ভাইয়ের হাতে সময় খুবই কম’। জানা গেছে, ছবিটিতে আলিয়া আর ভেদাং ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন।
ছবিটির পোস্টারে আলিয়া এবং ভেদাং- দুজনকেই প্রচণ্ড বিধ্বস্ত দেখাচ্ছে। শার্ট পরা আলিয়ার হাতে নানা ধরনের ধারালো অস্ত্র, পেছনে দাউ দাউ করে জ্বলছে আগুন। ছবিটিতে যে ভিন্ন ধরনের সিনেম্যাটোগ্রাফি দেখা যাবে সেটা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে।
এদিকে, আলিয়া অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণেও হাত দিয়েছেন। বোন শাহিন ভাটের সঙ্গে মিলে খুলেছেন প্রোডাকশন হাউজ ‘ইটারনাল সানশাইন’। সেখান থেকে নির্মিত মারঠি ছবি ‘পোচার’ এবার মনোনীত হয়েছে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কোরিয়ার ‘বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ। এছাড়া আলিয়া অতি সম্প্রতি নির্বাচিত হয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেকাপ ব্র্যান্ড ল’রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
অন্যদিকে, ভেদাং রায়নাও সম্প্রতি মডেল হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড কেলভিন ক্লেইনের আন্ডারওয়্যারের। সাম্প্রতিক সময়ে বলিউড তারকাদের মধ্যে দিশা পাটানি ছাড়া আর কাউকে কেলভিন ক্লেইনের পণ্যের মডেল হতে দেখা যায়নি।