বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের নতুন প্রচ্ছদে আবেদনময়ী প্রিয়াঙ্কা চোপড়া
বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের নতুন ইস্যুতে একেবারে আবেদনময়ী রূপে ধরা দিলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
এই তারকা বেশ কয়েক বছর ধরে স্বামী প্রখ্যাত পপ তারকা নিক জোনাসের সঙ্গে আমেরিকার লস অ্যাঞ্জেলসে থাকেন। তবে বর্তমানে তিনি ভারতেই রয়েছেন। এসেছেন একাধিক কাজ হাতে নিয়ে।
অংশ নিয়েছেন নিজের একমাত্র ছোট ভাইয়ের বাগদান অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আদুরে ভিডিও ও ছবিগুলো নেট দুনিয়া মাতাচ্ছে।
এছাড়া তিনি উপস্থিত হন তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত মারাঠি ছবি ‘পানি’র প্রিমিয়ার শোতে। তবে এই ছবিতে তিনি অভিনয় করেননি। নতুন কিছু মুখকে সুযোগ করে দিয়েছেন। এদিন একেবারেই ইন্ডিয়ান ট্রেডিশনাল সালোয়ার কামিজ আর খোলা চুলে হাজির হন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা।
এরমধ্যেই সামনে এলো ভোগ ইন্ডিয়ার নতুন ইস্যু’র কভার স্টোরির স্পেশ্যাল ফটোশুট। প্রিয়াঙ্কাকে মোট তিনটি পোশাকে দেখা গেছে। এরইমধ্যে ম্যাগাজিনের প্রচ্ছদসহ মোট ৯টি ছবি প্রকাশ করেছে ভোগ ইন্ডিয়া।
এই একজটিক নায়িকাকে বৈচিত্র্যময় ডিজাইনের ৫টি পোশাকে দেখা গেছে। তিনি পরেছেন আচল সংযুক্ত সাদা শার্ট আর কালো হাফ প্যান্ট, হেভি এ্যাম্বেলিশমেন্ট করা অফ হোয়াইট ফ্রন্ট স্লিট টেলওয়ালা গাউন, জলপাই রঙের পিঠ খোলা ল্যাহেঙ্গা চোলি, কালো জমিনে বাহারি ফুলেল প্রিন্টের অফ সোল্ডার গাউন আর কমলা কমলা রঙের ঘোমটা দেওয়া পোশাক। শেষ পোশাকটিই এসেছে প্রচ্ছদে।
তার পোশাকগুলো ডিজাইন করেছেন সাগুন জাঙ্গিদ। মেকাপ করেছেন প্রিয়াঙ্কার নিয়মিত মেকাপ আর্টিস্ট মিকি কন্ট্রাক্টর। হেয়ারস্টাইল করেছেন অমিত ঠাকুর। ছবি তুলেছেন ঝং লিন।
নতুন ইস্যু’র প্রচ্ছ্বদ অনলাইনে প্রকাশ করে ‘ভোগ ইন্ডিয়া’ লিখেছে, ‘আমাদের সেপ্টেম্বর-অক্টোবর ইস্যু যাত্রা শুরু করলো এমন একজনের সঙ্গে যিনি ভারতকে বিগত ২৫ বছর ধরে বর্হিবিশ্বে গৌরবান্বিত করেছেন, তিনি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এই প্রচ্ছদ ফটোশুটে আমরা ভারতের নিজস্ব ক্রাফটকে তুলে ধরতে চেয়েছি। যার জন্য প্রিয়াঙ্কার চেয়ে যোগ্য ব্যক্তি আর কে হতে পারত!’
ভোগের নতুন এই ইস্যুর প্রচ্ছ্বদকন্যা হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি যা কিছুই পরি, সেটা ভালোবেসে সম্মানের সঙ্গেই পরি। আমি সেলিব্রেট করতে চাই প্রতিটি ক্রিয়েশনের পেছনের গল্প ও তার নকশাকারকে।’