মুক্তির এক দশক পূর্তীতে ‘মার্দানি’র নতুন কিস্তির ঘোষণা
বলিউড সুপারস্টার রানী মুখার্জি নব্বই দশকের সেই অল্প ক’জন অভিনেত্রীর একজন যিনি এখনো দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
‘নায়িকাদের অভিনয় ক্যারিয়ার সীমিত সময়ের জন্য’, ‘গ্ল্যামার ছাড়া নায়িকা চলে না’, ‘নায়িকারা সব সময় নায়কনির্ভর’, ‘বিয়ে হলে নায়িকার মার্কেট নষ্ট হয়’, ‘বাচ্চার মা হলে দর্শক সেই নায়িকাকে পছন্দ করে না’, ‘বয়স বেড়ে গেলে মা-ভাবির চরিত্র করতে হয়’- এমন প্রচলিত অনেক মিথ ভেঙে দিয়েছেন রানী মুখার্জি।
দীর্ঘ প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ারে শুধু গ্ল্যামার গার্ল হিসেবেই থেকে যাননি তিনি। নানামাত্রিক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন।
কখনো প্রেমিকা, কখনো গ্রামের খেটে খাওয়া গৃহিনী, কখনো শারিরিক প্রতিবন্ধী, কখনো পতিতা আবার কখনো কর্পোরেট লেডি, সফল ব্যাবসায়ী, সাংবাদিক। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে সন্তানের অধিকারের জন্য লড়াই করা এক মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কারও। মোট কথা সব ধরনের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।
তবে তার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিলো ২০১৪ সালের ২২ আগস্ট মুক্তি পাওয়া ‘মার্দানি’ ছবিটি। এই ছবির মাধ্যমেই নায়ক ছাড়া ব্যবসায়িক সফলতা দেখাতে সক্ষম হন রানী। তার অভিনীত পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায় চরিত্রটি এখনো দর্শকের মনে রয়েছে।
দারুণ সৎ আর দক্ষ এই পুলিশ কর্মকর্তার চরিত্র রানী অসাধারন অভিনয় নৈপূণ্য দেখাতে সক্ষম হন। ফলে ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মিত হয়। সেটিও দর্শক পছন্দ করে। আজ ‘মার্দানি’ ছবিটি মুক্তির এক দশক পূর্ণ হলো। আর বিশেষ এই দিনে ছবিটির তৃতীয় কিস্তির ঘোষণা দিলো প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। সঙ্গে প্রকাশ করেছে ‘মার্দানি ৩’-এর রানী মুখার্জির একটি পোস্টার।
ভক্তরা প্রত্যাশা করছে ‘মার্দানি ৩’-এ রানী হয়ে উঠবেন সব অন্যায়ের বিরুদ্ধে আরও প্রতিবাদী, আরও মারদাঙ্গা।
তথ্যসূত্র: ফিল্মফেয়ার