শ্রদ্ধার বৃহস্পতি তুঙ্গে, এবার ‘কৃষ ৪’-এর নায়িকা
বলিউডের সুপারস্টার নায়িকা শ্রদ্ধা কাপুরের সময় এখন দারুণ কাটছে। ‘স্ত্রী ২’ বক্স অফিসে বাজিমাত করেছে। গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুক্তি পাওয়া এই হরর কমেডি ছবিটি মাত্র তিনে দিনে প্রায় ২০০ কোটি আয় করেছে।
শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম- সব জাগাতেই প্রশংসা কুড়াচ্ছে ছবিটি।
শ্রদ্ধার কাছে একেবারে ধরশায়ী হয়েছেন অক্ষয় কুমার, তাপসী পান্নু, জন আব্রাহামের মতো তারকারা! শ্রদ্ধার ছবির সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া অক্ষয়-তাপসীর ‘খেল খেল মে’ দুই দিনে আয় করেছে মাত্র ৮ কোটি রুপি। আর জন আব্রাহামের ‘ভেদা’র অবস্থা আরও খারাপ। দু’দিনে ছবিটি আয় করেছে ৫ কোটির একটু বেশি।
এরইমধ্যে শ্রদ্ধা ভক্তদের জন্য এলো আরও বড় খবর। শ্রদ্ধাকে এবার দেখা যাবে বলিউডের গ্রিক গড’খ্যাত অভিনেতা হৃত্বিক রোশনের বিপরীতে। তাও আবার যেনতেন ছবিতে নয়। হৃত্বিকের ক্যারিয়ারের মাইলফলক ‘কৃষ’ সিরিজের নতুন কিস্তিতে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। খবরটি জানিয়েছে বলিউডভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার।
তবে এ নিয়ে হৃত্বিক কিংবা শ্রদ্ধা কাপুর এখনো অফিসিয়াল কোন মন্তব্য প্রকাশ করেননি।
‘কৃষ ৪’-এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের অন্যতম গ্ল্যামারাস দুই তারকা হৃত্বিক আর শ্রদ্ধা। এর আগে হৃত্বিকের প্রতি নিজের ভালোলাগার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন শক্তি কাপুর’কন্যা।
এবার একসঙ্গে কাজ করতে পেরে তার একটি স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। বলিউড ভক্তরা জানেন, কৃষ সিরিজ কতোটা সফল। এর আগে এই সিরিজের ছবিগুলোতে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রেখা, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানৌতকে।
হৃত্বিকের বাবা রাকেশ রোশন পরিচালিত বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবিটি ভারতের এই জনরার ছবির মধ্যে প্রসিদ্ধ। দর্শক দেখার জন্য মুখিয়ে আছে নতুন কিস্তিতে ‘কৃষ’-এর দুনিয়ায় কি কি চমক থাকছে। সেই সঙ্গে হৃত্বিক-শ্রদ্ধার রসায়ন যেন বাড়তি পাওয়া।
হৃত্বিক রোশনকে সর্বশেষ দেখা গেছে এ বছর মুক্তি পাওয়া ‘ফাইটার’ সিনেমায়। এতে তার নায়িকা ছিলেন আরেক সুপারস্টার দীপিকা পাড়ুকোন। ছবিটি বেশ ভালোই ব্যবসা করেছে। আর শ্রদ্ধার ‘স্ত্রী ২’র আগে মুক্তি পায় ‘তু ঝুটি মে মাক্কার’ ছবিটি। ব্যবসাসফল এই ছবিতে তার নায়ক ছিলেন সুপারস্টার রণবীর কাপুর।