বিগত সাতটি বছর নিগৃহীত হয়েছি: কনকচাঁপা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সঙ্গীতশিল্পী কনকচাঁপা । ছবি: ফেসবুক

সঙ্গীতশিল্পী কনকচাঁপা । ছবি: ফেসবুক

এক সময় প্লেব্যাকের শীর্ষ সঙ্গীতশিল্পী ছিলেন কনকচাঁপা। কিন্তু বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেছেন এই গায়িকা। তিনি জানান, প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে তাকে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল।

বিগত সরকারের সমালোচনা করে কনকচাঁপা বলেন, ‘আমি বিগত সাতটি বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মোটেই ভেঙে পরিনি। আমি সবসময় হাসিখুশি থেকেছি। কখনো কাঁদিনি। কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে, কারো কাছে অভিযোগও করিনি। আমাকে সাত বছর বোবা করে রাখা হয়েছে, যা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এতকিছুর পরও আশা হারাইনি।’

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন কনকচাঁপা। ১৭ জুলাই এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক। স্বাধীন বাংলাদেশে সম-অধিকার নিশ্চিত হোক।’

সঙ্গীতশিল্পী কনকচাঁপা । ছবি: ফেসবুক

তিন দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন কনকচাঁপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। ৩৫টিরও বেশি একক অ্যালবাম রযেছে তার।