রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।
গতকাল (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, এসডি রুবেল ও রোকেয়া প্রাচী।
তারা সবাই আন্দোলনরত ছাত্রদেরকে ঢাল বানিয়ে একটি দুষ্ট চক্রের দেশদ্রোহী কর্মকাণ্ডের তিব্র নিন্দা জানান এবং দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসার দাবী জানান। অঞ্জনা বলেন, ‘এমন অরাজকতা আর মেনে নেওয়া যায় না।’
অরুণা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে শেষ করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। ছাত্রদের অনুরোধ করবো তারা যেন কাউকে সেই সুযোগ না করে দেয়।’