একসঙ্গে কার্ডি বি’র মাতৃত্ব ও বিচ্ছেদের খবর!

  • বিনোদন ডেস্ক ,বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

অফ সেট ও কার্ডি বি দম্পতি

অফ সেট ও কার্ডি বি দম্পতি

স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করার দিনেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন বিশ্ব র‌্যাপ মিউজিকের নতুন রানী কার্ডি বি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে মা হওয়ার সুখবর জানালেন তিনি। এই খবর জেনে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

‘বেবি বাম্প’-এর ছবি শেয়ার করে কার্ডি জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। সুখবরে দারুণ খুশি ভক্তরা। কিন্তু একই সঙ্গে শোনা যাচ্ছে, একই দিনে তিনি তার র‌্যাপার স্বামী অফ সেটের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।

বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে তৃতীয়বারের মতো মা হওয়ার খবর জানান কার্ডি

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে তৃতীয়বারের মতো মা হওয়ার খবর জানান কার্ডি

ইনস্টাগ্রাম পোস্টে ৩১ বছর বয়সী গায়িকা লিখেছেন, ‘প্রতিটা সমাপ্তির সাথে একটি নতুন সূত্রপাত ঘটে।’ এই লেখা থেকেই তার বিবাহবিচ্ছেদের গুঞ্জন যে সত্য, তা আন্দাজ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

কার্ডি আরও লিখেছেন, ‘এই সময়টা তোমার সঙ্গে কাটাতে পেরে বুঝতে পেরেছি, তুমি আমার জীবন ভালবাসায় ভরিয়ে তুলেছ এবং আমাকে নতুন করে শক্তি জুগিয়েছ।’

কার্ডি ও অফ সেটের সঙ্গে দুই ছেলে মেয়ে

কার্ডি ও অফ সেটের সঙ্গে দুই ছেলে মেয়ে

২০১৭ সালে অফ সেটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কার্ডি। দম্পতির এক ছেলে ও মেয়ে রয়েছে। তৃতীয় বার মা হতে চলেছেন কার্ডি।