অলিম্পিকের মাঠে বাগদানের খবর দিলেন গাগা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেডি গাগা ও তার প্রেমিক মাইকেল পোলানস্কি

লেডি গাগা ও তার প্রেমিক মাইকেল পোলানস্কি

অলিম্পিক গেমসকে বলা হয়ে থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। এবার গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের বৃহৎ আসর বসেছে ফ্রান্সের ঐতিহ্যবাহী শহর প্যারিসে। অলিম্পিকের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করেছেন বিশ্ববিখ্যাত পপ তারকা লেডি গাগা। বর্তমানে তার সেই পারফরমেন্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এরইমধ্যে গাগার আরেকটি ঘটনা কারও চোখ এড়ায়নি। ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে গাগা ‘বাগদত্তা’ হিসেবে পরিচয় করিয়ে দেন তার দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কিকে!

বিজ্ঞাপন
অলিম্পিকের মাঠে লেডি গাগা ও তার প্রেমিক মাইকেল পোলানস্কি

এপ্রিলে মাইকেল পোলানস্কির সঙ্গে লেডি গাগার বাগদানের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর হাতে বড় হীরের আংটিও দেখা গিয়েছিল। তবে সেই সময়ে দুজনের কেউই মুখ খোলেননি। অবশেষে বাগদানের বিষয়টি প্রকাশ্যে আনলেন লেডি গাগা।

টিকটকে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে গ্যাব্রিয়েল আত্তালের সঙ্গে কথা বলার সময় মাইকেল পোলানস্কিকে গাগা পরিচয় করিয়ে দিচ্ছেন ‘আমার বাগদত্তা’ বলে। ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চর্চা।

বিজ্ঞাপন

এর আগেও দুই বার বাগদান হয়েছিল লেডি গাগার। এন্টারপ্রেনিয়র ও টেক ইনভেস্টর মাইকেল পোলানস্কির সঙ্গে সম্পর্কের আগে তার বাগদান হয়েছিল টেইলর কিনির এবং ক্রিশ্চিয়ান কারিনোর সঙ্গে। তবে দুটোর একটি সম্পর্কও টেকেনি।

লেডি গাগা ও তার প্রেমিক মাইকেল পোলানস্কি

২০১৯ সাল থেকে প্রেম করছেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। তাদের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে লাস ভেগাসে ২০২০ সালের নিউ ইয়ার পার্টিতে। এরপর তাদেরকে জনসম্মুখে দেখা গেছে প্রায়ই। তাদের কাছের সূত্র জানিয়েছেন, ‘এই জুটির সম্পর্ক আলাদা হওয়ার মতো নয়।’

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস