স্বস্তিকার গানের কমেন্ট বক্সে শুধুই প্রশংসা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

কদিন আগেই জানা গিয়েছিলো কলকাতার তুখোড় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি’র নতুন মিউজিক ভিডিও আসছে। স্বস্তিকা ছোটবেলা থেকেই নাচ, গান দুটোই গুরু ধরে শিখেছেন। এই অভিনেত্রীর কণ্ঠে বিভিন্ন ছবিতে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে খালি গলায় দু-চার লাইন গানও শোনা গেছে। তাই অনেকেই ভেবেছিলেন এবার বুঝি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন এই তারকা।

‘স্বস্তিকার গান’ শিরোনামের সেই মিউজিক ভিডিও গতকালই ইউটিউবে প্রকাশিত হয়েছে। তা দেখে বোঝা গেলো গানটিতে স্বস্তিকা কণ্ঠ দেননি, মডেল হিসেবে কাজ করেছেন। ‘তুমি পারো যদি দাও গো উঁকি আমার পৃথিবীতে/ তোমায় ফুলের দোলনা সাজিয়ে দেবো শিউলি গাছের নিচে/ তুমি বসবে সেথায় দেখবে আমায় দেখবো তোমায় আমি/ আর ভাসবো দুজন প্রেমের ভেলায় এই অবধি জানি’-এমন কথার গানটি গেয়েছেন অভিষেক চক্রবর্তী। কথা, সুর ও কম্পোজিশন তারই করা।

বিজ্ঞাপন
স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকার সঙ্গে তিনি মিউজিক ভিডিও’র লিংক ফেসবুকে প্রকাশ করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘ঝটপট দেখে জানান আপনাদের কেমন লাগলো আমাদের গান। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কেমন?’

প্রিয় অভিনেত্রীর কথা ফেলতে পারেন ভক্তরা! তাইতো ছুটে গিয়েছেন অভিষেক চক্রবর্তী নামের ইউটিউব চ্যানেলে, যেখানে ভিডিওটি মুক্তি পেয়েছে। ভিডিও দেখে কমেন্ট বক্সে জানাতে ভোলেননি কেমন লেগেছে তাদের। তাতে দেখা গেলো শুধুই প্রশংসা!

‘প্রথমেই বলি চমৎকার একটি কাজ। গানের সুর এবং কথা মনোগ্রাহী। চিত্রায়ন ও সম্পাদনা অনবদ্য। পুরো টিমের সদস্য দের জানাই আন্তরিক অভিনন্দন। সকলের পরিশ্রম সার্থক।’

‘বাহ বাহ! গানের রিদমটা দারুণ লাগল।’

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘সব মিলিয়ে মন ভালো করে দেয়ার মত একটি গান।’

‘চমৎকার হয়েছে।’

‘অসাধারণ লাগলো, খুব ভালো হয়েছে। দুজন প্রিয় মানুষ একই ফ্রেমে। কি যে ভালো লাগলো।’

‘গানটা ভীষণ মজাদার আর ভীষণ প্রেমের। কী মিষ্টি একটা গান! যতবার শুনছি বেশ ফুরফুরে হয়ে উঠছে মনটা!’

‘খুব রিফ্রেশিং লাগলো, অসাধারন।’

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘একদম যেরকমটা ভেবেছিলাম, রূপকথার মতো, খুব মিষ্টি গাইলে।’

‘স্বস্তিকার চোখের কাছে চীনের প্রাচীর কেনো, সব প্রাচীরই তুচ্ছ!’

এমন অসংখ্য প্রশংসাবার্তায় ভরা গানটির কমেন্ট বক্স।