‘জোকার টু’র শ্বাসরুদ্ধকর ট্রেলারে মুগ্ধ দর্শক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতে লেডি গাগা ও জোয়াকিন ফিনিক্স

‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতে লেডি গাগা ও জোয়াকিন ফিনিক্স

সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘জোকার’। ছবিটি বানিজ্যিক সাফল্যের পাশাপাশি দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে সব শ্রেনীর দর্শকের। এই ছবির জন্য অভিনেতা জোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কারও জয় করেছেন। ‘জোকার’ মুক্তির পর পরই এই চরিত্রের নতুন গল্প দেখার বাসনা তৈরি হয় দর্শকের মনে।

এরইমধ্যে ‘জোকার ২’-এর টিজারে আর্থার ফ্লেক ও হার্লে কুইন চরিত্রে মুগ্ধ করেছিলেন জোয়াকিন ফিনিক্স  ও বিশ্ববিখ্যাত পপ তারকা লেডি গাগা। এবার তাদের দারুণ রসায়ন আরেকটু বেশি দেখা গেল ‘জোকার : ফোলি এ ডিউক্স’র অফিশিয়াল ট্রেলারে। ট্রেলার দেখেই ধারণা করা যাচ্ছে যে সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে আরখাম অ্যাসাইলামে, সেখানেই আর্থারের সাথে হার্লে কুইনের প্রথম দেখা হয়।

বিজ্ঞাপন
‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতে লেডি গাগা ও জোয়াকিন ফিনিক্স

জোকারের হাসির প্রেমে পড়ে যান হার্লে কুইন, খুঁজে পান সংযোগ। জোকারও বুঝতে পারেন প্রথমবারের মতো তিনিও কারও কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ট্রেলারে দেখা যায় আর্থার ফ্লেকের ট্রায়ালের ঝলক। সেই সাথে ‘জোকার অ্যান্ড হার্লে শো’-এর দেখা পাওয়া যায়, যেখানে দেখা যায় আর্থার ফ্লেকের সেই ‘ম্যানিক’ ড্যান্স। হার্লে ও জোকারের জোড়া যেন ‘গোথেম হেল’-এ তৈরি, এতটাই দুর্দান্ত ও আকর্ষণীয়। ট্রেলার শেষ হয় দুজনের গুন গুন গানে।

ট্রেলার দেখে ভক্তরা ভালোবাসা ও প্রশংসায় ভরাচ্ছেন কমেন্ট বক্স। এক ভক্ত লিখেছেন, ‘আরেকটি ব্লকবাস্টার আসছে।’ আরেকজনের মন্তব্য, ‘যিনি এই ট্রেলারটি সম্পাদনা করেছেন তাকে তুলে ধরুন, অসাধারণ।’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘জোয়াকিন ও লেডি গাগাকে এক ছবিতে পেয়ে দারুণ লাগছে।’

বিজ্ঞাপন
‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা

৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়বে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস