কাকে ‘কোকিল নামযুক্ত কূটনী বুড়ি’ বললেন ন্যানসি?

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুন মুনিরা ন্যানসি / ছবি : নূর

নাজমুন মুনিরা ন্যানসি / ছবি : নূর

জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি এখন গানে বেশ অনিয়মিত। নিজের মতো করে অল্প বিস্তর মিউজিকের কাজ করছেন। তবে বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায় এই শিল্পীকে।

তেমনি আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে খোলা চিঠি লিখেছেন এই শিল্পী। যা তা পড়ে যে কারও চোখ কপালে উঠবে! কেননা তিনি আমাদের সঙ্গীতাঙ্গনেরই কোন এক নারীকে ‘কূটনী বুড়ি’ আর ‘শেয়াল রাণী’সহ আরও নানা রকম গালমন্দ করেছেন!

বিজ্ঞাপন

কিন্তু কাকে নিয়ে এমন কটাক্ষপূর্ণ কথাগুলো লিখেছেন তা স্পষ্ট করেননি। ন্যানসি তার সেই ফেসবুক স্ট্যাটাসে একটি শেয়ালের ছবি পোস্ট করে লিখেছেন,

‘বরাবর,

কোকিল নামযুক্ত কূটনী বুড়ি শেয়াল রাণী

পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কিভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকান্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি কিন্ত প্রাণের ভয় তো আছে! তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যে কোনো সময় রাম প্যাদানি খাবে।

সতর্ক বার্তা প্রচারে....

সুস্থ শিল্প সমাজ’

ন্যানসি

ন্যানসির এই পোস্টের নিচে মো. শামীম ভূইয়া নামের ব্লু টিকধারী ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘অর্থগুলি বুজতে খুব কষ্ট হয়ে গেলো।’ সেই মন্তব্যের জবাবে ন্যানসি লিখেছেন, ‘আমাদের গানের জগতে বিগত কয়েক বছর ধরে একটাই আবর্জনা। আপনি না বুঝলেও গসিপ মাতা ঠিকই বুঝবে কি বলতে চেয়েছি।’

তানভীর মাহমুদ ন্যানসিকে প্রশ্ন করেছেন, ‘কাকে বললে প্রিয় গায়িকা?’ এই প্রশ্নে ন্যানসি উত্তর দিয়েছেন, ‘লেজ কাটা বুড়ি শেয়াল রাণীকে বলেছি’।

ন্যানসি বিষয়টি পরিষ্কার না করলেও অনেকেই ধরে নিয়েছেন তিনি যেহেতু মিউজিক ইন্ডাস্ট্রির কাউকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছেন, তাহলে সেটি হতে পারে আরেক জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। কেননা ন্যানসি তার স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন ‘কোকিল নামযুক্ত কূটনী বুড়ি’। আর সবাই জানেন যে, সম্প্রতি কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছে।

ফলে শরিফ খান নামের এক নেটিজেন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘কনা কনা’।

কনা

বিষয়টিতে অনেকেই সস্তা বিনোদন পেলেও তানিয়া ইমরুজ নামে ন্যানসির এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ছোটবেলা থেকে আপনার গান শুনি। প্রচন্ড পছন্দের একজন শিল্পী আপনি। কিন্তু কি বিশ্রীভাবে মানুষকে নিয়ে লিখেন আপনি!'

এদিকে, ন্যানসির এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে আরেক জনপ্রিয় শিল্পী কোনাল লিখেছেন, ‘বহুরূপী, মিত্থুক, hypocrite, manipulators রা আসলে বুঝে না, অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ টায়ার্ড হন না। রাম প্যাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে! মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না! ধন্যবাদ ন্যানসি আপু অনেকের মতো চুপ না থেকে বরাবরই সত্যটা বলার জন্য।’

কোনাল