কোপা আমেরিকার ফাইনাল মাতাবেন শাকিরা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকায় শাকিরার পোস্টার

কোপা আমেরিকায় শাকিরার পোস্টার

আসছে ১৪ জুলাই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা।

শাকিরার পারফর্মের বিষয়টি লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে নিশ্চিত করা হয়েছে। এই প্রথম কোপার মঞ্চে গাইবেন শাকিরা।

বিজ্ঞাপন
শাকিরা

গ্যালারি ভরা দর্শক ছাড়াও পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ থাকলে টিভি পর্দায় ফাইনাল খেলা দেখার জন্য। এইদিন শাকিরা তার পারফর্মেন্স দিয়ে মাত করবেন দর্শকদের।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর। ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে স্কালোনির শিষ্যরা। আগামীকাল অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। এ ম্যাচে জয়ী দল ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে।

শাকিরা

তথ্যসূত্র : পিঙ্কভিলা