ট্রমা কাটিয়ে ফিরলেন পূজা, ভাসছেন প্রশংসায়
মা হারিয়ে একেবারে মুশড়ে পড়েছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। কতোটা ভেঙে পড়েছিলেন সেটির কিছুটা আন্দাজ পাওয়া যাবে তার সোশ্যাল মিডিয়া আইডিতে ঢু মারলেই।
পূজা ক্ষণে ক্ষণে মাকে মিস করেছণে, তার সে কথা বেশ কয়েকবার উঠে এসেছে তার স্ট্যাটাসে। অবশেষে গতকাল পূজা ফেসবুকে লেখেন, ‘মা তোমার আশীর্বাদ নিয়ে আমি আবার কাজে ফিরে গেলাম। পাশে থেকো মা।’
পূজার মা হয়ত তাকে দূরে থেকেই আশির্বাদ করছেন। কারণ ছোট্ট মেয়েটিকে তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। প্রাইমারি স্কুলপড়ুয়া পূজাকে নিয়ে তিনি ছুটতেন এ শুটিং থেকে ও শুটিংয়ের সেটে। মৃত্যুর আগ পর্যন্ত মেয়েকে সব কাজে সহায়তা করেছেন।
তাইতো পূজার কামব্যাক দারুণ হলো। ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। আর সেই সিনেমার আইটেম গান নিয়ে হাজির হয়েছেন পূজা। ‘বেসামাল’ শিরোনামের গান উন্মোচনের মাধ্যমেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো যে, ঈদে মুক্তি পাবে ‘লিপস্টিক’।
গানটি মুক্তির পরপরই দর্শকের প্রশংসায় ভাসছেন এই নায়িকা। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির কিছু কমেন্ট তুলে ধরা হলো-
‘পারফরম্যান্স অসাধারণ হয়েছে। কালার, লাইটিং সবদিক দিয়ে দারুন লেগেছে।’
‘পূজা সুন্দরী, ভালো অভিনয়, ভালো নাচ- অলরাউন্ডার। পূজার ভবিষ্যতের জন্য শুভকামনা।’
‘সবকিছু একদম পারফেক্ট। নাচ, ড্রেসআপ, মেকআপ, কোরিওগ্রাফি, গান- জাস্ট ওয়াও।’
নুতন প্রজন্মের মধ্যে পুজা চেরি ও দিঘীর সিনেমার নায়িকা হওয়ার সবগুন আছে।’
‘এবারের ঈদের সেরা গান, পূজার পারফরম্যান্স চোখে লেগে থাকার মত। বাংলা মুভি সং এমন ডান্স আর কোন মুভি সং-এ দেখা যায়নি।’
‘না, মানতেই হবে সব মিলিয়ে গানটা অসাধারণ।’
‘ড্রেস ভাল ছিল, সব মিলিয়ে বলিউডের আইটেম গানের মতো। অসাধারণ।’
‘ঈদের সিনেমা এবং গান হিসেবে এখন পর্যন্ত সেরা। নাচ, গান, অভিনয়, কস্টিউম, সেট, কোরিওগ্রাফি সব দুর্দান্ত।’
গতকাল রবিবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামরুজ্জামান রোমান। তিনি জানান, ‘আমরা ঈদেই মুক্তি দেব এমন সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল। কেবল সেন্সর ছাড়পত্রের জন্য অপেক্ষা করেছি। সেন্সর ছাড়পত্র হাতে পেয়েই আমাদের সিনেমার ব্যয়বহুল বেসামাল গানটি প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিলাম।’
পূজা চেরি বললেন, ক’দিন আগেই মাকে হারালাম। যে আমার আমার পৃথিবী । সেই মা এখন আমার সঙ্গে নেই। এমন সময়ে চারদিকে অন্ধকার লাগছে। ঠিক এই সময়ে লিপস্টিক ঈদে মুক্তির খবর এলো। এখন সিনেমাটা নিয়েই ব্যস্ত থাকব। মা হারানের শোক কাটিয়ে উঠার চেষ্টা করব।’
‘বেসামাল’ গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নেহা ভট্টাচার্য।
‘লিপস্টিক’ সিনেমায় পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এখানে আরও রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।