লস এঞ্জলেসে হয়ে গেল জমকালো আনন্দমেলা

  • কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লস এঞ্জলেসে হয়ে গেল জমকালো আনন্দমেলা

লস এঞ্জলেসে হয়ে গেল জমকালো আনন্দমেলা

২৫ ও ২৬ জুন দু’দিনব্যাপী হয়ে গেল বহুল প্রত্যাশিত লস এঞ্জেলেস আনন্দমেলা অনুষ্ঠান।

জমকালো এই অনুষ্ঠানে আনন্দমেলার সভাপতি মোহাম্মদ আলী খান ও আনন্দমেলার চেয়ারম্যান মোয়াজজেম হোসেন চৌধুরীহ বাংলাদেশের বেশ কয়েকজন শোবিজ তারকা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আনন্দমেলার সভাপতি মোহাম্মদ আলী খান জানান, লস এন্জেলেসের ইতিহাসে সবচেয়ে বেশি লোক হয়েছে। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত তারকাদের মধ্যে বাংলাদেশ থেকে তাহসান খান, চঞ্চল চৌধুরী, ইমন, নাদিয়া, প্রিয়া ডায়েস, শাহানাজ খুশি, রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রচেষ্টায় যারা এ অনুষ্ঠানকে এবার সাফল্যমণ্ডিত করছেন তারা হলেন- চেয়ারম্যান মোয়াজ্জেল হোসেন চৌধুরী, অনুষ্ঠানের প্রধান অথিতি কংগ্রেস ওমেন ড, জুডি চো, বিশেষ অতিথি হিসেবে গান বাংলার প্রধান পরামর্শক দেলোয়ার হোসেন রাজাসহ অনেকে। অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত অতিথিদের সন্মাননা ও প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এর আগেও এই জমকালো অনুষ্ঠানে প্রিয় শিল্পীদের এক নজর দেখা ও ছবি তোলার জন্য দর্শক হুড়াহুড়া লক্ষ্য করা যায়। লস এঞ্জলেসের ভার্জিন মিডল স্কুলের এবারের অনুষ্ঠানেও তেমনই জমকালো আয়োজন সবার নজর কেড়েছে।